Ajker Patrika

তালিকায় নাম তুলতে হাজার টাকা আদায়

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
তালিকায় নাম তুলতে হাজার টাকা আদায়

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৩০ টাকা কেজি দরের চাল নেওয়ার কার্ড নবায়ন ও নিবন্ধনের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

রাজানগর ইউনিয়নে মোট ৬৪৪টি পরিবারকে ওএমএসের তালিকাভুক্ত করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হালিমা বেগম তালিকায় নাম নিবন্ধনের জন্য  ১ হাজার টাকা করে নিয়েছেন। এ ছাড়া কার্ডের নাম পরিবর্তনের জন্য ৫০০ টাকা করে আদায় করেছেন তিনি।

৮ নম্বর ওয়ার্ডের শিল্পী বেগম বলেন, ‘আমাদের ন্যায্যমূল্যের চাল দেওয়ার কথা বলে হালিমা মেম্বার ১ হাজার টাকা নেন। পরে সন্ধ্যায় কম্পিউটারে এন্ট্রি করার জন্য ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যান। আমাদের সারা রাত বসিয়ে রেখে ভোর ৪টার দিকে এন্ট্রির কাজ শেষ করেন। আমরা ৩০০-৪০০ মানুষ সারা রাত সেখানে বসেছিলাম।’

হালিমা বেগম বলেন, ‘আমি কারও কাছ থেকে চেয়ে কোনো টাকা নিইনি। কম্পিউটারের কাজ করতে অনেক রাত হয়ে যাওয়ায় উপকারভোগীরই আমাদের কিছু টাকা দিয়েছিল।’

রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘কারও কাছ থেকে চেয়ে টাকা নেওয়া হয়নি, ইচ্ছে করে দিয়েছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভির বলেন, ‘সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা করতে গিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা করা হলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত