Ajker Patrika

উৎসাহ-উদ্দীপনায় টিকাদান

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৩৩
উৎসাহ-উদ্দীপনায় টিকাদান

নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি গতকাল শুরু হয়েছে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

রায়পুরা: নরসিংদীর রায়পুরায় সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় দিনব্যাপী দুর্ভোগের শিকার হয়েছেন দূরদূরান্ত থেকে টিকা নিতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। উপজেলায় একটি মাত্র কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা প্রদানের ব্যবস্থা করা হয়। এতে এ সমস্যা দেখা দিয়েছে।

প্রথম দিনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে চরম হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। সকাল ১০টায় উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কিসহ হাতাহাতির ঘটনা ঘটে।

বেলাব: নরসিংদীর বেলাবতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কুলিয়ারচর: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।

বাজিতপুর: কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। গতকাল রোববার বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। এ কার্যক্রম পরিদর্শন করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদা খাতুন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত