Ajker Patrika

বড়গাঁও ইউপিতে নৌকা সেনুয়ায় স্বতন্ত্রের জয়

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৬
বড়গাঁও ইউপিতে নৌকা সেনুয়ায় স্বতন্ত্রের জয়

ঠাকুরগাঁও সদর উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিতে নৌকা এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলার বড়গাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ নুর আলম পেয়েছেন ৩ হাজার ৩২৬ ভোট।

অন্যদিকে, সেনুয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৩২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহ পেয়েছেন ১ হাজার ৯৫৮ ভোট।

এর আগে, গত সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এই দুটি ইউনিয়নে মোট ভোটার ছিল ১৮ হাজার ৬৩ জন। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত