Ajker Patrika

পোশাকের বাড়তি দাম নিতে নতুন স্টিকার, জরিমানা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২: ০০
পোশাকের বাড়তি দাম নিতে নতুন স্টিকার, জরিমানা

নওগাঁ শহরে কাপড়ের শোরুম ও খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের কাজীর মোড়ে অবস্থিত বন্ড ক্লথিং হাউসকে স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে অতিরিক্ত মূল্য রাখায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাটার মোড়ে অবস্থিত ঢাকা রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে পচা, বাসি ইফতারি সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং নওগাঁ পুলিশ লাইনসের একটি দল সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিন্ন ভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মো. শামীম হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত