Ajker Patrika

নৌকার প্রচার অফিস খড়ের পালায় আগুন

আদমদীঘি (বগুড়া) ও পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৪
নৌকার প্রচার অফিস খড়ের পালায় আগুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচার অফিসে প্রতিপক্ষের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া একজন ইউপি সদস্যের নির্বাচনী অফিসে এবং খড়ের পালায় আগুন দেওয়া হয়েছে। 
এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপি সদস্য প্রার্থী নুর-নবীর তালা প্রতীকের নির্বাচনী অফিস ও খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপচাঁচিয়ার গুনাহার ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ভাটাহার গ্রামে এবং ৩ নম্বর ওয়ার্ডের হাপুনিয়া মোসলিম বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের শাহ্ মো. আব্দুল খালেকের  নির্বাচনী প্রচার অফিসে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের লোকজন আগুন লাগিয়ে দেয়। 
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের ভাটাহার গ্রামে ইউপি সদস্য প্রার্থী ওয়াসিম আলী তালুকদার বুলুর মোরগ প্রতীকের নির্বাচনী প্রচার অফিসের কাপড় চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে ওই গ্রামের কেরামত আলীর প্রায় ১০ বিঘা জমির খড়ের পালা ও লোকমান আলীর চার বিঘা জমির খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। খড়ের পালায় আগুন লাগায় কেরামত আলীর প্রায় ২৫ হাজার টাকা ও লোকমান আলীর প্রায় ১০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

এ ব্যাপারে গুনাহার ইউপির নৌকার প্রার্থী শাহ্ মো. আব্দুল খালেক বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ জামায়াত ও ছাত্রশিবির লোকজনের মধ্যে ভীতি ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে আমার নির্বাচনী অফিসে এ আগুন দিয়েছে। আমি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।’ 
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন বলেন, ‘এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ 
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপির বারোকান্দ্রী এলাকায় সদস্য প্রার্থী নুর-নবীর তালা প্রতীকের নির্বাচনী অফিস ও খড়ের পালায় আগুন দেওয়া অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। 
নূর-নবী বলেন, ‘আমি এই ওয়ার্ডের সাবেক সদস্য। আমি এবারও নির্বাচন করছি। এলাকায় আমার জনসমর্থন বেশি দেখে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে আমার নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুন দিয়ে দুটি খড়ের পালাও পুড়িয়ে দেওয়া হয়েছে।’

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত