Ajker Patrika

আট মাসেও সন্ধান মেলেনি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৮
আট মাসেও সন্ধান মেলেনি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজ হওয়ার আট মাসেও সন্ধান মেলেনি রবিউল ইসলাম রবির (১২)।

রবিউল উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের তৌহিদুল ইসলাম টুনকু ও রাশিদা বেগম দম্পতির দ্বিতীয় ছেলে। সে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এ বিষয়ে রবিউলের বাবা ফুলবাড়ী থানায় জিডি এবং কয়েকজনকে দায়ী করে অভিযোগ করেছেন।

রবিউলের পরিবার জানায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের লোকজন প্রতিবেশী ও সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে অনুসন্ধানের পর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিখোঁজের পাঁচ মাস পর কচাকাটা থানার সুবারকুটি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন, রেজাউল করিম ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে হাসান মিয়া ও তাঁর স্ত্রী তানজিনা বেগমের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, রবিউলের চাচার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন সাখাওয়াত হোসেন ও রেজাউল করিম। সেখানে তাঁরা স্থানীয় ছাত্রকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা দিতেন। এ সময় তাঁরা রবিউলসহ বেশ কয়েকজনকে ছাত্রকে ২০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দিয়ে বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এর কিছুদিন পর রবিউল নিখোঁজ হয়। রবিউল নিখোঁজ হওয়ার পর থেকে গাঁ ঢাকা দেন রেজাউলসহ অন্যরা। তার নিখোঁজের ঘটনায় রেজাউল ও সাখাওয়াত ফুসলিয়ে নিয়ে গেছেন এবং হাসান আলী ও তাঁর স্ত্রী তানজিনা বেগম ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

রবিউলের বাবা জানান, তিনি কুড়িগ্রাম পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন।

ফুলবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) রবিউলের সমস্ত তথ্য দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত