এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
পানিবন্দী অবস্থা থেকে এলাকাবাসীকে রেহাই দিতে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় প্রায় তিন বছর আগে নির্মিত হয় কোটি টাকার একটি ইউড্রেন; কিন্তু এটি নির্মাণ সত্ত্বেও অতিরিক্ত বৃষ্টিপাত হলেই আশপাশের নিচু এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। এতে কৃষকদের রোপণ করা ধান ও পুকুরের মাছ ভেসে যায়।
পৌরবাসীরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিতভাবে ইউড্রেন নির্মাণ করা হয়, যা কোনো কাজে আসছে না। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেও কোনো সুফল মিলছে না।
পৌরসভা সূত্রে জানা গেছে, এলাকার জলাবদ্ধতা নিরসনে ২০১৯-২০ অর্থবছরে পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ইউড্রেন নির্মাণকাজ হাতে নেওয়া হয়, যা পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে মূসাখাঁ নদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার হওয়ার কথা ছিল। আবহাওয়া ও জলবায়ু অধিদপ্তরের অধীনে এ কাজে বরাদ্দ দেওয়া হয় এক কোটি টাকা; কিন্তু নির্মাণ হয় মাত্র ২৯৭ মিটার ড্রেন। এখন নতুন করে বরাদ্দ না আসায় কাজ বন্ধ রয়েছে।
পৌরবাসী মাসুদ রানা বলেন, ‘বিগত সময় বর্ষা মৌসুমে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত পানি ২ নম্বর ওয়ার্ড হয়ে কান্তারবিলে চলে যেত। কয়েক যুগ ধরে এভাবেই চলছিল; কিন্তু ২ নম্বর ওয়ার্ডের বর্তমান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে তিন-চারজন প্রভাবশালী ব্যক্তি দুই বছর ধরে পানি চলাচলের ক্যানেলটিতে অবৈধভাবে মাটি ভরাট করে রেখেছেন। এতে করে পানি চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুদিনের বৃষ্টির শতাধিক বিঘা ফসলি জমি ও পুকুর তলিয়ে গেছে।’
তবে পৌরসভার সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য প্রায় তিন কিলোমিটার ড্রেন করা প্রয়োজন। বিগত সময়ে আমরা যে টাকা বরাদ্দ পেয়েছি তাতে ২৯৭ মিটার পাকা ড্রেন নির্মাণ হয়েছে। প্রায় এক কিলোমিটার কাঁচা ড্রেন খনন করা হয়েছে। এখন কিছু অংশ খনন বাকি আছে। নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করব।’ তিনি এ সময় আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রাথমিক কিছু কাজ করা হবে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু বলেন, ‘পৌরসভা এলাকায় জলাবদ্ধতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পানিনিষ্কাশনের জন্য পদক্ষেপ নিচ্ছি।’
পানিবন্দী অবস্থা থেকে এলাকাবাসীকে রেহাই দিতে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় প্রায় তিন বছর আগে নির্মিত হয় কোটি টাকার একটি ইউড্রেন; কিন্তু এটি নির্মাণ সত্ত্বেও অতিরিক্ত বৃষ্টিপাত হলেই আশপাশের নিচু এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। এতে কৃষকদের রোপণ করা ধান ও পুকুরের মাছ ভেসে যায়।
পৌরবাসীরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিতভাবে ইউড্রেন নির্মাণ করা হয়, যা কোনো কাজে আসছে না। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেও কোনো সুফল মিলছে না।
পৌরসভা সূত্রে জানা গেছে, এলাকার জলাবদ্ধতা নিরসনে ২০১৯-২০ অর্থবছরে পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ইউড্রেন নির্মাণকাজ হাতে নেওয়া হয়, যা পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে মূসাখাঁ নদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার হওয়ার কথা ছিল। আবহাওয়া ও জলবায়ু অধিদপ্তরের অধীনে এ কাজে বরাদ্দ দেওয়া হয় এক কোটি টাকা; কিন্তু নির্মাণ হয় মাত্র ২৯৭ মিটার ড্রেন। এখন নতুন করে বরাদ্দ না আসায় কাজ বন্ধ রয়েছে।
পৌরবাসী মাসুদ রানা বলেন, ‘বিগত সময় বর্ষা মৌসুমে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত পানি ২ নম্বর ওয়ার্ড হয়ে কান্তারবিলে চলে যেত। কয়েক যুগ ধরে এভাবেই চলছিল; কিন্তু ২ নম্বর ওয়ার্ডের বর্তমান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে তিন-চারজন প্রভাবশালী ব্যক্তি দুই বছর ধরে পানি চলাচলের ক্যানেলটিতে অবৈধভাবে মাটি ভরাট করে রেখেছেন। এতে করে পানি চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুদিনের বৃষ্টির শতাধিক বিঘা ফসলি জমি ও পুকুর তলিয়ে গেছে।’
তবে পৌরসভার সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য প্রায় তিন কিলোমিটার ড্রেন করা প্রয়োজন। বিগত সময়ে আমরা যে টাকা বরাদ্দ পেয়েছি তাতে ২৯৭ মিটার পাকা ড্রেন নির্মাণ হয়েছে। প্রায় এক কিলোমিটার কাঁচা ড্রেন খনন করা হয়েছে। এখন কিছু অংশ খনন বাকি আছে। নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করব।’ তিনি এ সময় আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রাথমিক কিছু কাজ করা হবে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু বলেন, ‘পৌরসভা এলাকায় জলাবদ্ধতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পানিনিষ্কাশনের জন্য পদক্ষেপ নিচ্ছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫