Ajker Patrika

পলিটেকনিক ইনস্টিটিউটে চুরি

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৩১
পলিটেকনিক ইনস্টিটিউটে চুরি

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে প্রতিষ্ঠানটির মূল ভবনের ২য় ও ৩য় তলায় এ চুরি সংগঠিত হয়। এ সময় চোরেরা প্রায় ৫৬টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ‘সকালে এসে দেখি কম্পিউটার ল্যাবের মধ্যে সিপিইউগুলো খোলা অবস্থায় এলোমেলোভাবে পড়ে আছে। পরে আমরা কলেজের সিসি ক্যামেরা চেক করে দেখি রাত পৌনে ৩টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরা ৩ ব্যক্তি প্রাচীর টপকে মই দিয়ে ২য় তলায় ওঠে। ২য় ও ৩য় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‍্যাম ও প্রসেসর খুলে নিয়ে যান। তিনি আরও জানান, চোরেরা যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি ফেলে রেখে যান। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। চুরির ব্যাপারে আমি কিছুই ঠিক পাইনি।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত