Ajker Patrika

সদস্য পদপ্রার্থীর গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ৪৬
সদস্য পদপ্রার্থীর গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি নির্বাচনে এক সদস্য পদপ্রার্থীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে ইউপি সদস্য পদপ্রার্থীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য পদপ্রার্থী হলেন উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর গেগড়া ওয়ার্ডের ইমান আলী যাদু।

এ বিষয়ে যাদু বলেন, ‘নির্বাচনের প্রচার শেষে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে প্রতিদিনের মতো মোটরসাইকেল বারান্দায় রেখে খেয়ে শুয়ে পড়ি। হঠাৎ রাত সাড়ে ৩টার দিকে প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম ভাঙে। পরে ঘরের বাইরে বের হতে চাইলে বুঝতে পারি ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করা। পরে প্রতিবেশীরা এসে দরজা খুলে দিলে বাইরে এসে দেখি মোটরসাইকেলটি আগুনে পুড়ছে।’

যাদু বলেন, ‘অতীতে এমন কোনো ঘটনা আমার বাড়িতে ঘটেনি। তবে এবারের নির্বাচনে প্রার্থী হওয়া ও আমার জনপ্রিয়তা থাকার কারণে আমার প্রতিপক্ষের লোকজন এ ঘটনাটি ঘটাতে পারে।’ এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত