Ajker Patrika

সম্প্রীতি অটুট রেখে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
সম্প্রীতি অটুট রেখে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান

সামাজিক সম্প্রীতি অটুট রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার রংপুরের মিঠাপুকুরে সামাজিক সম্প্রীতি সমাবেশে অংশ নেওয়া অতিথিরা এ আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রশাসন শঠিবাড়ি মহাবিদ্যালয় মাঠে সমাবেশটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সামাজিক সম্প্রীতি অটুট রেখে জাতি, ধর্ম, বর্ণ-নির্বিশেষে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।

আশিকুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হলে সামাজিকভাবে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংসদ সদস্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্ব স্ব সংস্কৃতি ও ধর্মীয় উৎসব পালন করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। ঠিক তেমনি শারদীয় উৎসব সবার উৎসব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, পারিবারিক ও সামাজিক বন্ধন অটুট রাখতে পারলেই সব ধর্মের মানুষ আনন্দ-উৎসবের মধ্যে তাঁদের ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারবেন।

পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুয়া তথ্য ভাইরাল করা হয়। এসব তথ্য যাচাই-বাছাই না করে কোনো মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

অপর বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইমানদার মুসলমান কখনোই অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না। তিনি শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে সবার সহযোগিতা চেয়েছেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আসিব আহসান বলেন, ‘সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে মা-বাবা ও সুশীল সমাজকে দায়িত্ব নিতে হবে। সবাইকে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তবেই সামাজিক সম্প্রীতি বহাল রেখে আমরা এগিয়ে যেতে পারব।’

উপজেলা প্রশাসনের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব উদ্‌যাপনে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সামাজিক সম্প্রীতি সমাবেশ শেষে সংসদ সদস্য আশিকুর, জেলা প্রশাসক আসিব, পুলিশ সুপার ফেরদৌস, ইউএনও ফাতেমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা শঠিবাড়ি পুরাতন বাজার সর্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত