Ajker Patrika

খাল দখলমুক্ত রাখতে বসছে সীমানাখুঁটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৮
খাল দখলমুক্ত রাখতে  বসছে সীমানাখুঁটি

দখল-দূষণে রাজধানী ঢাকার খালগুলো বেহাল। এর মধ্যে কয়েক দফায় বিভিন্ন খালে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। তবে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার খালগুলোর সীমানা নির্ধারণে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় খালের সীমানা নির্ধারণ করে স্থায়ী খুঁটি বসানোর কাজ শুরু করেছে ডিএনসিসি। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনসিসি এলাকার খালের সীমানা চিহ্নিত করার কাজ শুরু করেছে। ড্রোনের সাহায্যে সিএস জরিপ ও আরএস জরিপ ধরে খালের সীমানায় স্থায়ী খুঁটি ওঠানোর কাজ উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসির আওতায় ২৯টি খাল ও একটি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ প্রকল্পের মাধ্যমে খালগুলো দখল মুক্ত হবে, ফিরবে আগের মতো পানির প্রবাহ। এতে বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তি থেকে রেহাই পাবে নগরবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরে খালগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। খালের জায়গায় যখন যাচ্ছি, কেউ বলছে এটা তার জায়গা, তার বাড়ি বা উঠান। এর জন্য স্থায়ী সমাধান করতে আমরা খালের সীমানায় পিলার বসানোর প্রকল্প হাতে নিয়েছি। সীমানা নির্ধারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যাদের বাড়ির মধ্যে সীমানা পিলার পড়বে, সেসব বাড়ি ভেঙে ফেলা হবে। খালের জায়গা, খালে ফিরিয়ে দিতে হবে, এটা কারও বাপের জায়গা না। যারা দখল ছাড়বে না, তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ঢাকা শহরকে রক্ষা করতে হবে। জলাবদ্ধতামুক্ত নগরী গড়তে আমাদের কঠিন হতে হবে। খালের পানিপ্রবাহ আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনব।’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, রাজধানীকে একটি বাসযোগ্য ও দৃষ্টিনন্দন শহর গড়তে মন্ত্রণালয়ের নির্দেশনায় দখল হওয়া খালগুলো উদ্ধার করা হচ্ছে। খাল উদ্ধারে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র নিরলসভাবে অনেক চ্যালেঞ্জিং কাজ করছেন।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, রাজধানীতে খালের সীমানা নির্ধারণের পর সীমানার ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ঢাকা ওয়াসার নিকট থেকে খালগুলো হস্তান্তর করার পর থেকেই ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র সেগুলো দখলমুক্ত এবং অবৈধ স্থাপনার উচ্ছেদকাজ আরম্ভ করে। উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে অনেক খাল উদ্ধার করা হয়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুরের এই স্থানে সরকার ১৭৩ একর জায়গা অধিগ্রহণ করেছে ওয়াটার রিটেনশন পন্ড নির্মাণ করার জন্য। কিন্তু তিন একর ছাড়া বাকি জমি দখল হয়েছে। বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সীমানা নির্ধারণ করার পর এর ভেতর থাকা সব স্থাপনা উদ্ধার করে পানির প্রবাহ ঠিক করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত