Ajker Patrika

আত্মহত্যা প্ররোচনা মামলায় ছেলে সস্ত্রীক গ্রেপ্তার

বাগমারা প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২: ১৪
আত্মহত্যা প্ররোচনা মামলায় ছেলে সস্ত্রীক গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় শাহিদা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় গত রোববার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শাহিদা বেওয়ার বড় ছেলে হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন।

বাগমারা উপজেলার যোগীপাড়া গ্রামে গত ৩১ মার্চ শাহিদা বেওয়ার (৭০) গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যোগীপাড়া গ্রামের শাহিদা বেওয়া (৭০) স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেদের সঙ্গে থাকতেন। স্বামীর জমি বড় ছেলে হামিদুল ইসলাম ভোগদখল করে আসছেন। কিছুদিন ধরে হামিদুল ও তাঁর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় শাহিদা বেওয়ার। তাঁরা খাবার দেওয়া বন্ধ করে দেন মাকে। শাহিদা অন্য স্বজনদের সহযোগিতায় কোনো রকমে দিনযাপন করছিলেন। ৩০ মার্চ রাতে হামিদুল ও তাঁর স্ত্রীর সঙ্গে শাহিদার ঝগড়া হয়। সকালে হামিদুল ও তাঁর স্ত্রী আকলিমা ঘুম থেকে উঠে বাড়িতে স্বাভাবিক কাজ করছিলেন। দুপুর পর্যন্ত শাহিদাকে বাড়িতে দেখতে না পেয়ে ছোট ছেলে বিরল হোসেনের সন্দেহ হয়। মায়ের বিষয়ে হামিদুলকে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন কথা বলেন। পরে মায়ের ঘরে ঢুকে তাঁর লাশ দেখতে পান বিরল। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মাকে রড দিয়ে পিটিয়ে, শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি ছোট ছেলে বিরলের।

এ ঘটনায় শাহিদা বেওয়ার ভাইয়ের ছেলে ইকবাল বাদী হয়ে হামিদুল ও তাঁর স্ত্রী আকলিমা খাতুনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ছেলে হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন পলাতক ছিলেন।

গত রোববার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা রাজবাড়ির সামনের হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন ঘুরাফেরা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি টহল দল তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের বাগমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, শাহিদা বেওয়ার ভাতিজার দায়ের করা মামলায় বড় ছেলে ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত