Ajker Patrika

শিশুদের মৌলিক চাহিদা পূরণে সচেতন থাকুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
শিশুদের মৌলিক চাহিদা পূরণে সচেতন থাকুন

শিশুদের অধিকার রক্ষা ও মৌলিক চাহিদা পূরণে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে ক্রমাগত এগিয়ে চলছে। এগিয়ে যাওয়ার এই প্রচেষ্টার পেছনে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থা ও ইউনিসেফসহ বিভিন্ন বহুজাতিক উন্নয়ন সংস্থার অবদান রয়েছে।’

গতকাল বৃহস্পতিবার সকালে নগরী একটি অভিজাত হোটেলে ইউনিসেফের উদ্যোগে চসিকের ওয়ার্ড কাউন্সিলরদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম আরবান প্রকল্পের আওতাধীন সমন্বিত সেবা প্রদান মডেলের অধীনে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।

মেয়র এ সময় বলেন, ২০১৮ সাল থেকে ইউনিসেফ চসিকের আওতাধীন ১৭, ১৮, ১০, ২০ ও ৪১ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, ওয়াশ এবং উন্নয়ন কার্যক্রমের আওতায় সেবা ও সহায়তামূলক সেবা দিয়ে আসছে।

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সরকারি উদ্যোগের ফলে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার ক্ষেত্র ৯৫ শতাংশ সাফল্য অর্জিত হয়েছে। এই সাফল্যকে শতভাগে উন্নীত করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত