Ajker Patrika

মাদ্রাসাছাত্রকে নিজ কক্ষে পেটালেন অধ্যক্ষ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৫৩
মাদ্রাসাছাত্রকে নিজ কক্ষে পেটালেন অধ্যক্ষ

বগুড়ার ধুনট উপজেলায় এক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঝিনাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ওই অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মনিরুল ইসলাম। সে ওই মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল দুপুরে ওই শিক্ষার্থী বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ বার্ষিক পরীক্ষার ফি নির্ধারণ করে ২২০ টাকা। আর্থিক অসচ্ছলতার কারণে মনিরুল ১২০ টাকা পরিশোধ করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ৯টার দিকে অধ্যক্ষ আমান উল্লাহ মনিরুলকে তাঁর অফিস কক্ষে ডাকেন। একপর্যায়ে ১০০ টাকা পরীক্ষা ফি বকেয়া রাখায় ওই শিক্ষার্থীকে কাঠের বাটাম দিয়ে পেটাতে থাকেন। মনিরুলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় তাঁরা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ আমান উল্লাহকে তাঁর অফিস কক্ষের ভেতর অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষার্থীকে মারধরের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, পরীক্ষার ফির জন্য মারধরের তথ্য সঠিক নয়। ওই শিক্ষার্থী তাঁর সঙ্গে অসদাচরণ করেছিল। এ কারণে তাঁকে শাসন করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অবরুদ্ধ অবস্থা থেকে অধ্যক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আগামীকাল ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব থাকায় অধ্যক্ষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর অভিযোগের বিষয়টি নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত