মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুরের টেংরামারীতে ব্লাস্টের হাত থেকে বোরো খেত রক্ষা করতে না পেরে ১৫ কাঠার কাঁচা ধানগাছ কাটে ফেলেছেন মোতালেব জমাদ্দার ভুট্ট নামের এক কৃষক। ধান না পেলেও অন্তত যেন বিচালী (খড়কুটো) বাড়ি তুলতে পারেন, সে জন্য তিনি গত শুক্রবার ধান কেটে শুকানোর জন্য মাঠে ফেলে রেখেছেন।
মোতালেব জমাদ্দার ভুট্ট নন, তাঁর মতো ৪ কাঠা জমির ধান আগে ভাগে কেটে ফেলেছেন কদমবাড়িয়া মাঠের প্রান্তিক চাষি নজরুল ইসলাম।
গতকাল রোববার সরেজমিন টেংরামারী বিলে গিয়ে দেখা গেছে, মোতালেব জমাদ্দার ভুট্টোর খেতের আশপাশের খেতগুলোর ধান এখনো সবুজ। ধান গাছে শিষ বের হয়ে কেবল গুটি বাঁধছে। আর ভুট্টর ১৮ কাঠা বোরো খেতের মধ্যে ১৫ কাঠা জমির ধানগাছ কাটা। বাকি ৩ কাঠার ধান সবুজ। সে অংশেও ব্লাস্ট ছড়াচ্ছে।
এ সময় কথা হয় ভুট্টর সঙ্গে। এ কৃষক বলেন, ‘মূলত ধানে পাক ধরতে আরও ১০-১৫ দিন লাগবে। তার আগেই আমার ধান কেটে ফেলতে হলো। পুরো খেত ব্লাস্টে আক্রান্ত হয়ে ধান চিটা হয়ে গেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল ধান পেকে গেছে।’
ভুট্ট বলেন, ‘ভ্যান চালিয়ে ৪ বিঘা ধান রোপণ করেছি। দুই খেতে ব্লাস্ট লেগেছে। একটা কোনো রকম বাঁচাতে পেরেছি। টেংরামারী বিলের ১৫ কাঠায় চারবারে ১ হাজার ৭০০ টাকার বিষ ছিটাইছি। কাজ হয়নি। উপায় না পেয়ে ধান কেটে দিছি।’
এ কৃষক বলেন, ‘১৫ কাঠায় অন্তত ১০ হাজার টাকা খরচ হয়েছে। পুরো জমিতে হয়তো ৩ মণ ধান পাব। তারপরও গরুর খাবার (বিচালীর) জন্য ধান কেটে দিছি।’
এদিকে গত শুক্রবার সকালে এ কৃষকের বোরো খেতে ব্লাস্ট আক্রমণের বিষয়ে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসানের সঙ্গে। বিষয়টি জেনে পরপরই তিনি স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেনের সমন্বয়ে কয়েকজন প্রতিনিধি পাঠান। তাঁরা দুপুর ১২টার দিকে টেংরামারী বাজারে পৌঁছান।
অভিযোগ রয়েছে, তাঁরা ওই কৃষকের ঠিকানা জানার পরও তাঁর সঙ্গে যোগাযোগ না করে টেংরামারী বাজার এলাকার মোতালেব হোসেন নামে অপর ব্যক্তিকে খুঁজে বের করে তাঁর ভিডিও সাক্ষাৎকার মোবাইলে ধারণ করেছেন। এ ব্যক্তি ভ্যানচালক হলেও বোরো চাষি নন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘আমরা যাঁকে পেয়েছি, তাঁর ভিডিও সাক্ষাৎকার নিয়েছি। মোতালেব জমাদ্দার ভুট্টকে পাইনি। আমরা সরেজমিন তাঁর খেত দেখে এসেছি। ব্লাস্টে ধান নষ্ট হয়েছে, এটা ঠিক।’
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ভুট্ট বলেন, শুক্রবার সকাল থেকে আমি খেতে ছিলাম। কাউকে আসতে দেখিনি।
মোতালেব জমাদ্দার ভুট্ট বলেন, ‘কতবার ধান চাষ করেছি। কোনোবার কৃষি অফিসের কাউকে এলাকায় আসতে দেখিনি। কে আমাদের এলাকার দায়িত্বে আছেন তাও জানি না।’
এ দিকে বোরো খেতে ব্লাস্ট আক্রান্ত হওয়ায় ৪ কাঠা জমির ধান আগে ভাগে কেটে ফেলেছেন কদমবাড়িয়া মাঠের প্রান্তিক চাষি নজরুল ইসলাম। তাঁর খেতের দুপাশের দুটি খেত এ রোগে আক্রান্ত হয়েছে। ব্লাস্ট লেগে ১ বিঘা জমির এক-তৃতীয়াংশ বোরো খেত নষ্ট হয়েছে শেখপাড়া মাঠের চাষি মুজিবর রহমানের। এ ছাড়া উপজেলার রঘুনাথপুর, দেবিদাসপুর ও হাকোবা এলাকার কয়েকটি খেতে ব্লাস্ট দেখা গেছে।
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘আমার লোক টেংরামারী বিলে গিয়ে ভুট্টর খেতের ছবি তুলে এনেছেন। ক্ষতিগ্রস্ত ওই কৃষককে অফিসে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা। আমাদের উপসহকারীরা সব সময় কৃষকদের খোঁজ রেখে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন।’
মনিরামপুরের টেংরামারীতে ব্লাস্টের হাত থেকে বোরো খেত রক্ষা করতে না পেরে ১৫ কাঠার কাঁচা ধানগাছ কাটে ফেলেছেন মোতালেব জমাদ্দার ভুট্ট নামের এক কৃষক। ধান না পেলেও অন্তত যেন বিচালী (খড়কুটো) বাড়ি তুলতে পারেন, সে জন্য তিনি গত শুক্রবার ধান কেটে শুকানোর জন্য মাঠে ফেলে রেখেছেন।
মোতালেব জমাদ্দার ভুট্ট নন, তাঁর মতো ৪ কাঠা জমির ধান আগে ভাগে কেটে ফেলেছেন কদমবাড়িয়া মাঠের প্রান্তিক চাষি নজরুল ইসলাম।
গতকাল রোববার সরেজমিন টেংরামারী বিলে গিয়ে দেখা গেছে, মোতালেব জমাদ্দার ভুট্টোর খেতের আশপাশের খেতগুলোর ধান এখনো সবুজ। ধান গাছে শিষ বের হয়ে কেবল গুটি বাঁধছে। আর ভুট্টর ১৮ কাঠা বোরো খেতের মধ্যে ১৫ কাঠা জমির ধানগাছ কাটা। বাকি ৩ কাঠার ধান সবুজ। সে অংশেও ব্লাস্ট ছড়াচ্ছে।
এ সময় কথা হয় ভুট্টর সঙ্গে। এ কৃষক বলেন, ‘মূলত ধানে পাক ধরতে আরও ১০-১৫ দিন লাগবে। তার আগেই আমার ধান কেটে ফেলতে হলো। পুরো খেত ব্লাস্টে আক্রান্ত হয়ে ধান চিটা হয়ে গেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল ধান পেকে গেছে।’
ভুট্ট বলেন, ‘ভ্যান চালিয়ে ৪ বিঘা ধান রোপণ করেছি। দুই খেতে ব্লাস্ট লেগেছে। একটা কোনো রকম বাঁচাতে পেরেছি। টেংরামারী বিলের ১৫ কাঠায় চারবারে ১ হাজার ৭০০ টাকার বিষ ছিটাইছি। কাজ হয়নি। উপায় না পেয়ে ধান কেটে দিছি।’
এ কৃষক বলেন, ‘১৫ কাঠায় অন্তত ১০ হাজার টাকা খরচ হয়েছে। পুরো জমিতে হয়তো ৩ মণ ধান পাব। তারপরও গরুর খাবার (বিচালীর) জন্য ধান কেটে দিছি।’
এদিকে গত শুক্রবার সকালে এ কৃষকের বোরো খেতে ব্লাস্ট আক্রমণের বিষয়ে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসানের সঙ্গে। বিষয়টি জেনে পরপরই তিনি স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেনের সমন্বয়ে কয়েকজন প্রতিনিধি পাঠান। তাঁরা দুপুর ১২টার দিকে টেংরামারী বাজারে পৌঁছান।
অভিযোগ রয়েছে, তাঁরা ওই কৃষকের ঠিকানা জানার পরও তাঁর সঙ্গে যোগাযোগ না করে টেংরামারী বাজার এলাকার মোতালেব হোসেন নামে অপর ব্যক্তিকে খুঁজে বের করে তাঁর ভিডিও সাক্ষাৎকার মোবাইলে ধারণ করেছেন। এ ব্যক্তি ভ্যানচালক হলেও বোরো চাষি নন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘আমরা যাঁকে পেয়েছি, তাঁর ভিডিও সাক্ষাৎকার নিয়েছি। মোতালেব জমাদ্দার ভুট্টকে পাইনি। আমরা সরেজমিন তাঁর খেত দেখে এসেছি। ব্লাস্টে ধান নষ্ট হয়েছে, এটা ঠিক।’
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ভুট্ট বলেন, শুক্রবার সকাল থেকে আমি খেতে ছিলাম। কাউকে আসতে দেখিনি।
মোতালেব জমাদ্দার ভুট্ট বলেন, ‘কতবার ধান চাষ করেছি। কোনোবার কৃষি অফিসের কাউকে এলাকায় আসতে দেখিনি। কে আমাদের এলাকার দায়িত্বে আছেন তাও জানি না।’
এ দিকে বোরো খেতে ব্লাস্ট আক্রান্ত হওয়ায় ৪ কাঠা জমির ধান আগে ভাগে কেটে ফেলেছেন কদমবাড়িয়া মাঠের প্রান্তিক চাষি নজরুল ইসলাম। তাঁর খেতের দুপাশের দুটি খেত এ রোগে আক্রান্ত হয়েছে। ব্লাস্ট লেগে ১ বিঘা জমির এক-তৃতীয়াংশ বোরো খেত নষ্ট হয়েছে শেখপাড়া মাঠের চাষি মুজিবর রহমানের। এ ছাড়া উপজেলার রঘুনাথপুর, দেবিদাসপুর ও হাকোবা এলাকার কয়েকটি খেতে ব্লাস্ট দেখা গেছে।
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘আমার লোক টেংরামারী বিলে গিয়ে ভুট্টর খেতের ছবি তুলে এনেছেন। ক্ষতিগ্রস্ত ওই কৃষককে অফিসে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা। আমাদের উপসহকারীরা সব সময় কৃষকদের খোঁজ রেখে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫