Ajker Patrika

প্রাথমিকে উচ্ছ্বাস মাধ্যমিকে হতাশা

খান রফিক, বরিশাল
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ২৭
প্রাথমিকে উচ্ছ্বাস মাধ্যমিকে হতাশা

নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল বরিশালের প্রাথমিকের ছাত্র-ছাত্রীরা। চাহিদার প্রায় সমসংখ্যক প্রাথমিকের বই এসেছে। যেকারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গতকাল ছিল উৎসবের আমেজ। কিন্তু মাধ্যমিকে বছরের শুরুতে চাহিদার অর্ধেক নতুন বইও পৌঁছায়নি। এ নিয়ে সংকট দেখা দেওয়ায় শুরুতে কয়েকটি শ্রেণির শিক্ষার্থীদের বই দিয়ে সামাল দিয়েছে মাধ্যমিকের স্কুলগুলোর কর্তৃপক্ষ। এতে নতুন বছরে স্কুলে গিয়ে হতাশ হয়েছে অনেক ছাত্র-ছাত্রী।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ মজুমদার জানান, জেলায় নতুন বইয়ের চাহিদা সাড়ে ১৪ লাখ। এর মধ্যে প্রায় ১৩ লাখ বই ইতিমধ্যে এসে পৌঁছেছে।

শনিবার সকাল থেকে বরিশালের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল নগরের মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি মো. জসীম উদ্দীন হায়দার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মজুমদার।

বাকেরগঞ্জ ও মেহেন্দীগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণ হয়েছে উৎসবমুখর পরিবেশে।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. মহিউদ্দিন গতকাল শনিবার বলেন, মাধ্যমিকে বরিশাল জেলায় নতুন বইয়ের চাহিদা ২৮ লাখ ৫৬ হাজার ১২১ টি। এর মধ্যে তারা এখন পর্যন্ত পেয়েছেন ১৩ লাখ ৬৬ হাজার ৪১৪ টি।

উদ্ভূত পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ধাপে ধাপে মাধ্যমিকের বই বিতরণের নির্দেশ দিয়েছে। তবে বছরের প্রথম দিন নগরী ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে নতুন বই না পেয়ে ৮ম ও ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা হতাশা প্রকাশ করেছে।

নগরীর শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জিয়ার রহমান বিপ্লব বলেন, বছরের প্রথম দিন ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।

সদরের চন্দ্রমোহন আলহাজ আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম গোলাম মোস্তফা বলেন, মাউশি’র নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে ৬ষ্ঠ শ্রেণির বই বিতরণ করা হয়েছে। পরবর্তীতে কয়েক ধাপে বিভিন্ন শ্রেণির বই ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে।

বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসাইন বলেন, নতুন বই বিতরণ শুরু হয়েছে। এখনো আসছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, যে বই পাওয়া গেছে তাই স্কুলে স্কুলে ১ জানুয়ারি বিতরণ করা হয়েছে।

আগৈলঝাড়ায় সরকারের দেওয়া বিনা মূল্যের বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই তুলে দেওয়া হয়।

হিজলা উপজেলায় গতকাল কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে নতুন বই বিতরণের উদ্বোধন করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র করিরাজ।এ ছাড়া বই বিতরণের খবর পাওয়া গেছে মুলাদী, বানারীপাড়া ও গৌরনদীসহ অন্য উপজেলাগুলো থেকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...