Ajker Patrika

বেহাল রাস্তায় চলাচলে দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ০৪
বেহাল রাস্তায় চলাচলে দুর্ভোগ

বরিশালের আগৈলঝাড়ায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রামের শতাধিক মানুষ। রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশে ইট থাকলেও এই দেড় কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযোগী।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নবযুগ থেকে উত্তর শিহিপাশা পর্যন্ত এই রাস্তায় শতাধিক মানুষের চলাচল। রাস্তার বেশির ভাগ অংশ এখনো কাঁচা। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সবুজ ফড়িয়া জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন রাস্তা পুরো উপজেলায় আর নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

পথচারী ইলিয়াস সরদার জানান, রাস্তার এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। অন্য রাস্তা দিয়ে অনেক পথ ঘুরে যেতে হচ্ছে বলে সময়ও লাগছে বেশি।

ওই রাস্তায় চলাচলকারী শিক্ষার্থী আসফিয়া আক্তার বলে, ‘রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙে যাওয়ায় স্কুলে যেতে খুব কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হোক।’

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত