Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২০: ৩৯
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

মাগুরার ওয়াব্দা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আলিফ (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা ও ওয়াব্দা নাকোল মাদ্রাসার ছাত্র ছিলেন।

নাসিম উদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকালে আলিফ ওয়াব্দা বাজার এলাকার মাগুরা-মধুখালী সড়কের গতিনিরোধক পার হতে গিয়ে একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আলিফ সড়কে ছিটকে পড়ে। মোটরসাইকেল চালক টিপু সুলতানও সড়কে ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় আলিফ ও টিপুকে সদর হাসপাতালে নিয়ে যান।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এনামুল কবীর জানান, শিশুটি মাথায় আঘাত পেয়ে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। মোটরসাইকেল চালক টিপু সুলতানের অবস্থাও আশঙ্কাজনক।

মাগুরা হাইওয়ে পুলিশ রামনগরের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ জালাল বলেন, ‘শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। তার স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। অন্যদিকে মোটরসাইকেল চালক টিপু সুলতানের বাড়ি যশোর। তিনি আরিচা ঘাটে যাচ্ছিলেন। তিনি গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত