Ajker Patrika

জমির বিরোধে বাড়ছে সংঘর্ষ, থানায় মামলা

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২: ১০
জমির বিরোধে বাড়ছে সংঘর্ষ, থানায় মামলা

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ বেড়েই চলেছে। এ নিয়ে মানুষ যেমন সংঘর্ষে জড়াচ্ছেন, তেমনি হতাহতের ঘটনাও ঘটছে। গত চার মাসে জেলার সদর থানায় ৩৪টি মামলা হয়েছে।

জমি নিয়ে বিরোধের মামলাগুলো অনেক সময় আপসে মেটানো হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। আবার কেউ প্রভাবশালীদের ভয়ে মামলা চালাতে পারছেন না।

এদিকে জেলার দেবীগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্তের ঘটনা বেশি লক্ষ করা গেছে। সম্প্রতি দেবীগঞ্জের চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকার নুরুল ইসলামের ৩৮ শতক জমি দখলে নিতে একই ইউনিয়নের বাগদহ হরনারায়নী পাড়া এলাকার রমজান আলী গং প্রভাব খাটিয়ে হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এই ঘটনায় ৬ জানুয়ারি নুরুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রমজান আলী গংয়ের নামে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে রমজান আলীসহ ১৫-২০ জনের একটি বাহিনী লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্রে নুরুল ইসলামের মেজো ছেলে রানা ইসলামের রানা কম্পিউটার অ্যান্ড মোবাইল সার্ভিসিং দোকানে ৭ জানুয়ারি হামলা করেন এবং তাঁকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় নুরুলের পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়।

ওই ঘটনায় ৮ জানুয়ারি রাতে নুরুল ইসলাম বাদী হয়ে রমজান আলীসহ ৯ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, ‘মামলা করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।’

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মো. আমিনুর রহমান বলেন, ‘আদালত ও থানায় যেসব মামলা হয়, সেসবের অধিকাংশই থাকে জমাজমি-সংক্রান্ত। পঞ্চগড়ে এখন জমির দাম বেড়ে যাওয়ায় পরিত্যক্ত এবং বেদখল জমি উদ্ধারে একটি সুবিধাভোগী মহল কাজ করছে। জবরদখল, ভুয়া দলিল সাজিয়ে জমি ক্রয়-বিক্রয়সহ নানা তৎপরতায় দিন দিন সহিংসতা বাড়ছে। এতে মামলার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ মিঞা বলেন, ‘জেলায় প্রতিটি অপরাধের সঙ্গেই জমাজমি-সংক্রান্ত জের লেগেই রয়েছে। এসব অপরাধ বৃদ্ধি পাচ্ছে। গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং চলতি জানুয়ারি মাসে শুধু সদর থানায় জমি-সংক্রান্ত বিরোধে ৩৪টি মামলা হয়েছে। আদালতে করা এই মামলার সংখ্যা প্রতি মাসে ৫০টিরও বেশি। তবে পুলিশের পক্ষ থেকে বাদী-বিবাদীদের ডেকে আপস নিষ্পত্তি করে অনেক মামলার সমাধান করছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত