Ajker Patrika

কোর্ট হিলে নতুন কোনো স্থাপনা নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ১১
কোর্ট হিলে নতুন কোনো স্থাপনা নয়

চট্টগ্রামের কোর্ট হিলের আদালত ভবনসংলগ্ন ১ দশমিক ৮ একর টিলা শ্রেণির ভূমিতে নতুন করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়। ১৫ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আদালত ভবনসংলগ্ন জায়গায় স্থাপনা নির্মাণ, অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকে তিনটি নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে আমরা টিলাশ্রেণি ভূমিতে নতুন করে স্থাপনা নির্মাণ না করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছি।’

একই কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ২৮ ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় অপরিকল্পিত ও অনুমোদনহীন স্থাপনাসমূহ অপসারণ করতে তিনটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ‘ঘ’ অনুচ্ছেদে কোর্ট বিল্ডিংয়ের সামনের ফাঁকা জায়গাটিতে কোনো অবকাঠামো নির্মাণ না করার বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত