Ajker Patrika

বিনা মূল্যের বইয়ে টাকা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৬: ৩১
বিনা মূল্যের বইয়ে টাকা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলায় বিনা মূল্যের বই বিতরণে টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। উপজেলার বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে বুধবার বিকেল এ মানববন্ধন করা হয়। চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্বহরিগাছা, বহালগাছা ও ফড়িংহাটা গ্রামের কয়েক শত শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য ইসমাইল হোসেন অভিযোগ করে জানান, তাঁর ছেলে বই নিতে গেলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ৫০০ টাকা দাবি করেন। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে মারতে উদ্যত হন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হারুন-অর রশিদ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন, তফিজ উদ্দিন খান, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য শহিদুল ইসলাম, আব্দুল বারী, কৃষক লীগ নেতা সোহেল হোসেন, শ্রমিক লীগ নেতা শহিদুল ইসলাম বাদশা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত