Ajker Patrika

খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৩: ৪০
খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান

শেরপুরের নকলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সৃষ্ট বৃষ্টির কারণে বোরো ধান নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষক। একদিকে শ্রমিকের সংকট ও উচ্চ মজুরি, অন্যদিকে বৃষ্টি। সব মিলিয়ে কৃষকদের ভোগান্তি চরমে। বৃষ্টির কারণে ধান কাটতে না পেরে কৃষকের পাকা ধান খেতেই নষ্ট হচ্ছে। আগের কেটে আনা আটিসহ ধান নষ্ট হচ্ছে কৃষকের উঠান ও সড়কের পাশে। নষ্ট হচ্ছে শুকাতে না পারা ঘরের কাঁচা ও সিদ্ধ ধান। পচে যাচ্ছে স্তূপ করে রাখা খড়।

এতে পরিবারের খাদ্যের পাশাপাশি গবাদিপশুর খাদ্যসংকটের দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। উপজেলা কৃষি অফিস বলছে, প্রাকৃতিক দুর্যোগে কৃষকের দুর্ভোগ ও ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে।

জানা গেছে, গত কয়েক দিন ধরে পুরো উপজেলায় চলছে থেমে থেমে বৃষ্টি। সঙ্গে ঝড়ো বাতাস। এতে ধান কাটা, ধান মাড়াই ও মাড়াই করা ধান শুকাতে না পেরে বেকায়দায় কৃষকেরা। গত ১৩ মে শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় বোরো ধান নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে কৃষক পরিবারে।

গণপদ্দী ইউনিয়নের বিহারীরপাড় গ্রামের কৃষক মধু মিয়া বলেন, ‘কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির মাত্রা কম থাকায় এবং পেকে যাওয়া ধান ঝরে পড়ার ভয়ে ধান কাটা বন্ধ করিনি। কিন্তু শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে ঘরে থাকা মাড়াই করা কাঁচা ধান ও উঠানের খড় শুকাতে না পারায় তা প্রায় অর্ধেক নষ্টের পথে। কাটা ধান পড়ে আছে খেতে ও সড়কের পাশে। আবহাওয়ার যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে তাতে কি করব ভেবে পাচ্ছি না।

গৌড়দ্বার ইউনিয়নের প্রবীণ কৃষক মোখলেছুর রহমান বলেন, ‘এমনিতেই ধানের আবাদে যে পরিমাণ খরচ হয়েছে ধান বিক্রি করে আসল টাকা উঠবে না। তারপর কয়েকদিন ধরে শুরু হয়েছে বৃষ্টি। এখন বৃষ্টির কারণে ঘরে, উঠানে, সড়কে, খেতে সব জায়গায় ধান হচ্ছে। নষ্ট হচ্ছে খড়। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব তা আল্লাহই জানেন।’

পৌরসভার লাভা মহল্লার কৃষক দেলুয়ার হোসেন বলেন, ‘খাওয়ার জন্য ২০ মণ ধান সেদ্ধ করেছিলাম। বৃষ্টির কারণে শুকাতে না পেরে এখন আশা ছেড়ে দিয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, বৈরী আবহাওয়ার উন্নতি না হলে ধান নিয়ে কৃষকের দুর্ভোগ ও ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে। খড় পচে যাওয়ার কারণে সংকট দেখা দেবে গবাদিপশুর খাবারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত