Ajker Patrika

মারুফের পাশে জেলা প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ০৫
মারুফের পাশে জেলা প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পাওয়ার পরও অর্থের অভাবে ভর্তি হতে না পারা মাসুদুল আলম মারুফের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড়ের জেলা প্রশাসন।

মারুফ ঢাবিতে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৭৭২ তম হয়ে ‘যোগাযোগ বৈকল্য’ বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তা ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩২৪ তম হয়েছেন।

জানা গেছে, মারুফ জেলা শহরের রামের ডাঙা এলাকার জাফর ইকবাল-মকছেদা খাতুন দম্পতির বড় ছেলে। ছোট বেলা থেকেই মারুফ পড়াশোনায় ভালো। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৬৭ পান এবং ২০২০ সালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পান।

মারুফের বাবা জাফর ইকবাল এক সময় ছোটখাটো ডিলারশিপের ব্যবসা করতেন। কিন্তু কয়েক বছর আগে হঠাৎ ব্যবসায় লোকসান এবং বাবা অসুস্থ হয়ে পড়ায় অসহায় হয়ে পড়ে তাঁদের পরিবার। ধারদেনা করে কোনোরকম দিন পার করছে তাঁদের পরিবার। তাই মারুফ ঢাবিতে ভর্তির সুযোগ পেলেও তাঁর ভর্তি টাকার অভাবে অনিশ্চিত হয়ে যায়।

এদিকে মারুফ অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না এ নিয়ে জেলা প্রশাসক জহরুল ইসলামের কাছে আবেদন করলে পরে জেলা প্রশাসক মারুফের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাবিতে তাঁর ভর্তির যাবতীয় খরচের দায়িত্ব নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।

মাসুদুল আলম মারুফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব এটা আমার স্বপ্ন ছিল। অনেক কষ্টে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলাম তখন ভর্তি হতে পারছিলাম না। পরে জেলা প্রশাসক জহুরুল ইসলাম আমার ভর্তির যাবতীয় খরচ ব্যবস্থা করে দিয়েছেন।’

জেলা প্রশাসক জহরুল ইসলাম বলেন, ‘মারুফ কষ্ট করে আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, এটা অনেক গর্বের। আমরা যখন জানতে পারলাম সে অর্থের অভাবে ভর্তি হতে পারছে না ঠিক সেই সময়ে জেলা প্রশাসন তাঁর স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত