পঞ্চগড় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পাওয়ার পরও অর্থের অভাবে ভর্তি হতে না পারা মাসুদুল আলম মারুফের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড়ের জেলা প্রশাসন।
মারুফ ঢাবিতে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৭৭২ তম হয়ে ‘যোগাযোগ বৈকল্য’ বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তা ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩২৪ তম হয়েছেন।
জানা গেছে, মারুফ জেলা শহরের রামের ডাঙা এলাকার জাফর ইকবাল-মকছেদা খাতুন দম্পতির বড় ছেলে। ছোট বেলা থেকেই মারুফ পড়াশোনায় ভালো। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৬৭ পান এবং ২০২০ সালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পান।
মারুফের বাবা জাফর ইকবাল এক সময় ছোটখাটো ডিলারশিপের ব্যবসা করতেন। কিন্তু কয়েক বছর আগে হঠাৎ ব্যবসায় লোকসান এবং বাবা অসুস্থ হয়ে পড়ায় অসহায় হয়ে পড়ে তাঁদের পরিবার। ধারদেনা করে কোনোরকম দিন পার করছে তাঁদের পরিবার। তাই মারুফ ঢাবিতে ভর্তির সুযোগ পেলেও তাঁর ভর্তি টাকার অভাবে অনিশ্চিত হয়ে যায়।
এদিকে মারুফ অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না এ নিয়ে জেলা প্রশাসক জহরুল ইসলামের কাছে আবেদন করলে পরে জেলা প্রশাসক মারুফের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাবিতে তাঁর ভর্তির যাবতীয় খরচের দায়িত্ব নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
মাসুদুল আলম মারুফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব এটা আমার স্বপ্ন ছিল। অনেক কষ্টে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলাম তখন ভর্তি হতে পারছিলাম না। পরে জেলা প্রশাসক জহুরুল ইসলাম আমার ভর্তির যাবতীয় খরচ ব্যবস্থা করে দিয়েছেন।’
জেলা প্রশাসক জহরুল ইসলাম বলেন, ‘মারুফ কষ্ট করে আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, এটা অনেক গর্বের। আমরা যখন জানতে পারলাম সে অর্থের অভাবে ভর্তি হতে পারছে না ঠিক সেই সময়ে জেলা প্রশাসন তাঁর স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পাওয়ার পরও অর্থের অভাবে ভর্তি হতে না পারা মাসুদুল আলম মারুফের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড়ের জেলা প্রশাসন।
মারুফ ঢাবিতে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৭৭২ তম হয়ে ‘যোগাযোগ বৈকল্য’ বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তা ছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩২৪ তম হয়েছেন।
জানা গেছে, মারুফ জেলা শহরের রামের ডাঙা এলাকার জাফর ইকবাল-মকছেদা খাতুন দম্পতির বড় ছেলে। ছোট বেলা থেকেই মারুফ পড়াশোনায় ভালো। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৬৭ পান এবং ২০২০ সালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পান।
মারুফের বাবা জাফর ইকবাল এক সময় ছোটখাটো ডিলারশিপের ব্যবসা করতেন। কিন্তু কয়েক বছর আগে হঠাৎ ব্যবসায় লোকসান এবং বাবা অসুস্থ হয়ে পড়ায় অসহায় হয়ে পড়ে তাঁদের পরিবার। ধারদেনা করে কোনোরকম দিন পার করছে তাঁদের পরিবার। তাই মারুফ ঢাবিতে ভর্তির সুযোগ পেলেও তাঁর ভর্তি টাকার অভাবে অনিশ্চিত হয়ে যায়।
এদিকে মারুফ অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না এ নিয়ে জেলা প্রশাসক জহরুল ইসলামের কাছে আবেদন করলে পরে জেলা প্রশাসক মারুফের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাবিতে তাঁর ভর্তির যাবতীয় খরচের দায়িত্ব নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
মাসুদুল আলম মারুফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব এটা আমার স্বপ্ন ছিল। অনেক কষ্টে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলাম তখন ভর্তি হতে পারছিলাম না। পরে জেলা প্রশাসক জহুরুল ইসলাম আমার ভর্তির যাবতীয় খরচ ব্যবস্থা করে দিয়েছেন।’
জেলা প্রশাসক জহরুল ইসলাম বলেন, ‘মারুফ কষ্ট করে আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, এটা অনেক গর্বের। আমরা যখন জানতে পারলাম সে অর্থের অভাবে ভর্তি হতে পারছে না ঠিক সেই সময়ে জেলা প্রশাসন তাঁর স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪