Ajker Patrika

স্বপ্নসিঁড়ির দ্বিবার্ষিক কমিটি গঠন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৩৪
স্বপ্নসিঁড়ির দ্বিবার্ষিক কমিটি গঠন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

গত রোববার বেলা দেড়টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২২-২৩ সালের জন্য কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যর নাম ঘোষণা করা হয়েছে।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মোশারফ মন্ডল, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী জামান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ ফরিদুল হক, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক হাসানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক স্বাধীন রহমান, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, কার্যকরী সদস্য বিপুল মিয়া ও দীপক কুমার রায়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মো. ফজলুল হক ত্রিপুল।

অনেক দিন ধরে সংগঠনটি অসহায় মানুষের কল্যাণে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধ করা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, জাতীয় দুর্যোগ মোকাবিলায় কাজ করে আসছে। আগামীতে এ সংগঠনের সদস্যরা এ কাজ অব্যাহত রাখতে চান। সেই সঙ্গে সংগঠনটির কার্যক্রম প্রসারের জন্য কাজ করছেন এর সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত