Ajker Patrika

‘কালো মহারাজ’-এর দাম হাঁকানো হচ্ছে ১৫ লাখ

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
আপডেট : ২২ মে ২০২২, ১৪: ৫৩
‘কালো মহারাজ’-এর দাম হাঁকানো হচ্ছে ১৫ লাখ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ‘কালো মহারাজ’। আনুমানিক ওজন ২৫ মণ। ষাঁড়টি উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের মো. কাজল মিয়ার খামারে পালিত হচ্ছে। মালিক গরুটির দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা।

জানা গেছে, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় এখন পর্যন্ত উপজেলার সবচেয়ে বড় ষাঁড় বলে মনে করা হচ্ছে। উচ্চতায় ৬ ফুট এবং লম্বায় ৯ ফুটের এই ষাঁড় দেখতে প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ।

আসছেন ক্রেতারাও। গরুর মালিক গরুটির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। এটি উপজেলার সবচেয়ে বড় আকার এবং ওজনের গরু বলে দাবি তাঁর।

খামারি কাজল মিয়া বলেন, ষাঁড়টির বয়স ৩ বছরের মত হয়েছে। এটি তাঁর নিজের গাভির ঘরের বাছুর। তাঁর স্ত্রী সেলিনা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে তিনি নিজে এবং দুই ছেলে নীরব ও মাজহারুল লালনপালন করেছে গরুটি।

কাজল আরও বলেন, গরুটিকে প্রতিদিন আঙুর, আপেল, কমলা, মাল্টা, মিষ্টি আলু, চিড়া, গুড়, ভুসি, কলাসহ প্রতিদিন সকালে ১০ কেজি করে কালো জিরার চাল খাওয়ানো হয়। প্রতিদিন গরুর পেছনে ১ হাজার ৫০০ টাকার মতো খরচ হয় বলে জানান কাজল।

কাজল বলেন, ‘আমার অনেক দিনের শখ উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরুটি আমার খামারে হবে। আল্লাহ আমার ইচ্ছেটা পূরণ করেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি আমার গরুটিই পুরো উপজেলার মধ্যে সবচেয়ে বড়। গরুটির রং কালো বলে এর নাম রেখেছি ‘কালো মহারাজ’।

কাজলের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘গরুটি খুবই শান্ত প্রকৃতির। গরুটিকে আমি আমার সন্তানদের মতো লালনপালন করেছি। আমার সন্তানদের যেমন আদর-স্নেহ করি, ঠিক তেমনি গরুটিকেও করছি’।

স্থানীয় অধিবাসী জয়নাল আবেদীন বলেন, ‘কালো মহারাজের মতো এত বড় গরু আমাদের এলাকায় আর একটিও নেই। আমরা এই গরু দেখে খুবই উৎসাহিত হচ্ছি। ভবিষ্যতে চেষ্টা করব এমন একটি গরু পালন করতে’।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, ‘বড় গরুর চাহিদা তুলনামূলকভাবে কম। সে ক্ষেত্রে গরুর মালিকের প্রতি আহ্বান থাকবে তিনি যেন আগেভাগেই ঢাকাসহ বিভিন্ন অনলাইন পশুর হাটে তাঁর গরুর প্রচার-প্রচারণা চালায়’। এ ছাড়া গরুর কোনো ধরনের সমস্যা দেখা দিলে খামারিকে দ্রুত প্রাণীসম্পদ কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত