Ajker Patrika

৯ ইউপিতে ৫৮৪ জনের মনোনয়নপত্র দাখিল

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ০৫
৯ ইউপিতে ৫৮৪ জনের মনোনয়নপত্র দাখিল

বুড়িচং উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৫৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র জমা দেন।

এসব প্রার্থীর মধ্যে রাজাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে বাকশীমুল ইউপিতে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন; বুড়িচং সদর ইউপিতে চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন; ষোলনলে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য ৪৯ জন; পীরযাত্রাপুর ইউপিতে চেয়ারম্যান ১০, সংরক্ষিত নারী সদস্য ১২ ও সাধারণ সদস্য ৪২ জন; ময়নামতিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য ৪৬ জন; মোকামে চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য ৫১ জন; ভারেল্লা উত্তরে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৪; ভারেল্লা দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত নারী সদস্য ১২ জন ও সাধারণ সদস্য ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি উপজেলার ৯ ইউপিতে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, নির্বাচন বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৯ ইউপির ১০৩টি কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত