Ajker Patrika

২০ বছরের অপেক্ষা ফুরানোর ভোট আজ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৭: ১০
২০ বছরের অপেক্ষা  ফুরানোর ভোট আজ

যশোরের ঝিকরগাছা পৌরসভাবাসীর দীর্ঘ ২০ বছরের আক্ষেপ ঘুচতে চলেছে আজ রোববার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনে ভোট দিয়ে আক্ষেপ ঘোচাবেন তাঁরা। সীমানা জটিলতার কারণে দেড় যুগের বেশি সময় পর ভোটের উৎসব ফিরেছে পৌরসভাটিতে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সব কেন্দ্রে ভোট হবে। ২৫ হাজার ৯৩৯ জন ভোটার ১৪ কেন্দ্রের ৮৬ কক্ষে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘ইভিএমে ভোট নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৪টি কেন্দ্রেকে ঝুঁকিপূর্ণ ধরে সেই হিসেবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ করতে নয়টি ওয়ার্ডে ৬০০ জন পুলিশ দায়িত্ব পালনে থাকবেন। টহলে থাকবেন আরও শতাধিক সদস্য। তা ছাড়া আনসার সদস্য থাকবেন ১২৬ জন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত