Ajker Patrika

সেই কাঁটাতারের বেড়া উঠিয়ে দিল প্রশাসন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৫০
সেই কাঁটাতারের বেড়া উঠিয়ে দিল প্রশাসন

শান্তিগঞ্জের কাঠালিয়া গ্রামে ইউপি সদস্য প্রার্থীকে ভোট না দেওয়া পরিবারের বাড়ির রাস্তায় কাঁটাতারের বেড়া উঠিয়ে দেওয়া হয়েছে। অবরুদ্ধ পরিবারের অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপের বেড়া অপসারন হলো।

গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান এর নির্দেশে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই অবরুদ্ধ পরিবারকে মুক্ত করে।

ভুক্তভোগী পরিবারের সদস্য তৌফিক মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কামাল হোসেন ইউপি সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি পরাজিত হওয়ায় বলেন আমরা তাঁকে ভোট দিইনি, এ কারণে তাঁর জায়গা দিয়ে আমরা চলাচল করতে পারব না। গত রোববার সকালে আমাদের বাড়ির চারপাশে তাঁর লোকজনকে নিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন। এই সময় গ্রামের অনেকেই নিষেধ করলেও তিনি কথা শোনেননি। শান্তিগঞ্জ থানা-পুলিশের শিমুলবাক ইউপি বিট অফিসার উপপুলিশ পরিদর্শক মো. লুৎফুর বলেন, কাঁটাতারের বেড়া কেটে ওই পরিবারকে মুক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্জ জামান বলেন, অভিযোগ পেয়ে প্রশাসন ঘটনাস্থলে যায়। ওই পরিবারের চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া কেটে মুক্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত