Ajker Patrika

ফরিদপুরে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ২৪
ফরিদপুরে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনটির নেতা–কর্মীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সহ অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব মুন্সি, দপ্তর সম্পাদক গোপাল মজুমদার, শহর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কাবুল খান এবং আঞ্চলিক মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। সভায় বক্তারা প্রদীপ কুমার দাশের নামে দায়ের মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন, একটি চক্র অন্যায়ভাবে কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমারে বিরুদ্ধে মামলা দিয়েছে। ঘটনার সময় অ্যাডভোকেট তিনি ঘটনাস্থলে ছিলেন না অথচ তাঁকে আসামি করা হয়েছে। যেটা কোনোভাবেই সঠিক কাজ হয়নি। আমরা অনতিবিলম্বে এই হয়রানির মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবি জানাই। নইলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত