Ajker Patrika

মসুর ডাল সংকট, বন্ধ টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৮: ৩৬
মসুর ডাল সংকট, বন্ধ টিসিবির পণ্য বিক্রি

মসুর ডালের মজুত শেষ হয়ে যাওয়ায় চট্টগ্রামের অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডের মধ্যে প্রায় ৩০টি ওয়ার্ডেই বন্ধ ছিল পণ্য বিক্রি।

এ ছাড়া বোয়ালখালী ও হাটহাজারী উপজেলায়ও পণ্য বিক্রি পুরোপুরি বন্ধ ছিল। এ কারণে অনেকেই পণ্য কিনতে এসে ফেরত গেছেন। ডালের চালান আসা সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি আবার শুরু করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রামে গত রোববার থেকে পণ্য শুরু হয়। সোমবার পর্যন্ত স্বাভাবিকভাবেই পণ্য বিক্রি হয়েছে। সেই ধারাবাহিকতায় গতকাল সকালেও ক্রেতারা কার্ড নিয়ে সার বেঁধে দাঁড়িয়েছিলেন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও পণ্যবাহী ট্রাকের দেখা না পাওয়ায় তাঁরা বিভিন্নজনের কাছ থেকে কারণ জানতে চান। পরে ওয়ার্ড কাউন্সিলরেরা পণ্য বিক্রি না হওয়ার বিষয়টি জানিয়ে দিলে তাঁরা ফিরে যান। এ বিষয়ে শুনে অনেক মানুষই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বলেন, আগেভাগে জানিয়ে দিলে–এই রোদের মধ্যে তাঁদের এত কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হতো না।

পণ্য বিক্রি না হওয়া ওয়ার্ডের মধ্যে একটি হলো আন্দরকিল্লা। এ ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী বলেছেন, সকালে (গতকাল) ডিলার জানান, পণ্য বিক্রি করা হবে না। তবে আগেভাগে বিষয়টি জানিয়ে দিলে মানুষজনকে আমরা জানিয়ে দিতে পারতাম। তাহলে মানুষজনকে কষ্ট করে আসতে হতো না।

মসুর ডাল পর্যাপ্ত না থাকায় দুটি উপজেলা ও বেশ কয়েকটি উপজেলায় পণ্য বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকা থেকে ডাল পাঠানোর পরই প্যাকেটে ভরে একসঙ্গে ডিলারদের কাছে দেওয়া হবে। আশা করছি বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি আবার শুরু হবে।’

মসুর ডাল সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন। তিনি জানান, সংকটের কারণে গতকাল মাত্র এক ট্রাক ডাল ডিলারদের দেওয়া গেছে। তবে ঢাকা থেকে দ্রুতই ডাল চলে আসবে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত