Ajker Patrika

আলালের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ২৭
আলালের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ করেছেন জেলা ছাত্রলীগ। এছাড়া গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে ছাত্রলীগের নেতা কর্মীরা বিএনপি নেতা আলালের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা।

এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহীন, সদস্য অ্যাডভোকেট মানিক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি, প্রচার সম্পাদক আহাদুজ্জামান সৌরভ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল-কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাঁর বিচার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই প্রধানমন্ত্রীর অপমান সহ্য করা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত