Ajker Patrika

‘অপশক্তিকে রুখবে সাংবাদিকেরা’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ২০
‘অপশক্তিকে রুখবে সাংবাদিকেরা’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেই সাংবাদিকেরা স্বাধীনতার অপশক্তিকে রুখে দেবে। সাংবাদিকদের লেখনীর মধ্য দিয়ে সমাজের সব চিত্র আমরা দেখতে পাই। তাই দেশপ্রেম নিয়ে বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কারণ মানুষ সাংবাদিকদের কথাই সব সময় শুনতে চায়।’

গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন।

প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং আশরাফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু, বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, ওসি মো. আশ্রাফুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত