Ajker Patrika

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে চালবঞ্চিত ১ লাখ ৯৬ হাজার জেলে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১০: ৪৭
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে চালবঞ্চিত ১ লাখ ৯৬ হাজার জেলে

ইলিশ রক্ষায় দেশের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে। এ নিষেধাজ্ঞা চলবে দুই মাস। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল বিভাগের ৬ জেলায় নিবন্ধিত জেলে ৪ লাখ ২৫ হাজার। এর মধ্যে নিষেধাজ্ঞাকালীন ৪০ কেজি করে চাল পাচ্ছেন ২ লাখ ৩০ হাজার জন। অর্থাৎ নিবন্ধিত ১ লাখ ৯৬ হাজার জেলে কোনো খাদ্যসহায়তা পাবেন না। এদিকে এ সময়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন বঞ্চিত জেলেরা।

৪ লাখ ২৫ হাজার জেলের মধ্যে বরিশাল জেলায় নিবন্ধিত ৮২ হাজার। তাঁদের মধ্যে খাদ্যসহায়তা পাচ্ছেন ৪৩ হাজার জন। গত ২০ ফেব্রুয়ারি মৎস্য আহরণে নিষেধাজ্ঞাকালে জেলেদের ৪০ কেজির পরিবর্তে ৬০ কেজি চাল, নিবন্ধিত জেলেদের সহায়তা নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধনও করেছেন জেলেরা।

জাতীয় মৎস্যজীবী সমিতির হিজলা উপজেলার ধুলখোলার সাধারণ সম্পাদক মনির মাতবর বলেন, ১ হাজার ৯০০ নিবন্ধিত জেলের মধ্যে চাল পান ১ হাজার ৪০০ জন।

মেহেন্দীগঞ্জের উলানিয়ায় মেঘনা নদীতীরের জেলে তোফায়েল আহমেদ বলেন, নদীতে নামতে বিধিনিষেধ একের পর এক আছেই। তাঁরা তো মাছ না ধরে জীবন চালাতে পারেন না। সরকার যে খাদ্যসহায়তা দেয়, তা সবাই পান না। যা পান, তা-ও পর্যাপ্ত নয়।

এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত শুক্রবার বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবিরের নেতৃত্বে এ সময় দুই জেলেকে আটক ও বিপুল পরিমাণে জাল জব্দ করা হয়।  

বরাদ্দ সবার জন্য পর্যাপ্ত নয় বলে স্বীকার করেছেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন। তিনি বলেন, ইলিশের সঙ্গে জড়িত জেলেদের শতভাগ খাদ্যসহায়তা নিশ্চিত করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া আছে। বিশেষ করে পাঁচটি অভয়াশ্রমসংশ্লিষ্ট জেলেরা কোনো মাছই ধরতে পারবেন না। সে ক্ষেত্রে অভয়াশ্রমসংশ্লিষ্ট এলাকায় যেসব জেলে পরিবার আছে, তাদের খাদ্যসহায়তা শতভাগ দেওয়া দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত