Ajker Patrika

বগুড়া জেলা গঠনের ২০০ বছরপূর্তি

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৪৭
বগুড়া জেলা গঠনের ২০০ বছরপূর্তি

নানা আয়োজনে বগুড়া জেলা গঠনের ২০০ বছরপূর্তি উদ্‌যাপন উপলক্ষে দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বগুড়া ইতিহাসচর্চা পরিষদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রথমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক এ কে এম ইয়াকুব আলী। এতে সভাপতিত্ব করেন বগুড়া ইতিহাসচর্চা পরিষদের সভাপতি ডা. সি এম ইদরিস।

সংগঠনের সহসভাপতি রেজাউল হাসান রানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান।

অনুষ্ঠানে ‘বগুড়া কথা-২’-এর স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথিসহ অন্য অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে ‘বগুড়ার উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক প্রতিপাদ্যের ওপর কী-নোট পেপার উত্থাপন করেন কী-নোট স্পিকার অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর। পরে বেলা আড়াইটায় ‘বগুড়ার লোকজ সংস্কৃতির অতীত ও বর্তমান’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ওপর কী-নোট পেপার উত্থাপন করেন কী-নোট স্পিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ। সবশেষে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া ইতিহাসচর্চা পরিষদ সূত্রে জানা যায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮২১ খ্রিষ্টাব্দের ১৩ এপ্রিল বগুড়াকে জেলা হিসেবে ঘোষণা করে। সেই অনুযায়ী জেলা প্রতিষ্ঠার ২০০ বছর পূর্ণ হয় গতকাল। বগুড়াকে জেলা গঠনের পেছনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশেষ কিছু উদ্দেশ্য ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল প্রশাসনিক, রাজস্ব আদায় ও শান্তি-শৃঙ্খলা রক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...