Ajker Patrika

রবীন্দ্রভাবধারা প্রাধান্য দেওয়ার তাগিদ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪: ৩৬
রবীন্দ্রভাবধারা প্রাধান্য দেওয়ার তাগিদ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ্ আজম সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গত শনিবার রাত সোয়া ৯টার দিকে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।

অধ্যাপক মো. শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করায় শিক্ষামন্ত্রী দীপু মনি তাঁকে অভিনন্দন জানান। এ সময় দুজনেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে দীর্ঘ আলোচনার একপর্যায়ে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার উৎকর্ষ বিধান, সংস্কৃতিচর্চা, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় রবীন্দ্রভাবধারাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তিনি সব ধরনের খোঁজখবর রাখেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম গতিশীল হওয়াসহ বিভিন্ন জাতীয় দিবস উদ্‌যাপনে যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে, তা তাঁর দৃষ্টিগোচর হয়েছে। এ জন্য উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। তিনি অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের তাগিদ দিয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত