Ajker Patrika

ট্রাক্টরে নষ্ট হচ্ছে গ্রামের সড়ক

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৩৮
ট্রাক্টরে নষ্ট হচ্ছে গ্রামের সড়ক

চৌদ্দগ্রামের গ্রামগঞ্জের কাঁচা সড়ক মাটিবাহী ট্রাক্টর চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যানের বেপরোয়া গতির কারণে হাঁটা-চলাতেও বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন। ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ।

ক্ষতিগ্রস্ত হওয়া সড়কগুলোর মধ্যে উপজেলার শাহ ফখরুদ্দিনসহ আশপাশের বেশ কয়েকটি সড়ক রয়েছে। এসব সড়কের আশপাশের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হয়। বর্তমানে এই মাটি কাটার মৌসুম চলছে। এতে ট্রাক্টরের চলাচলও বেড়ে গেছে।

সরেজমিন দেখা গেছে, ট্রাক্টরের বেপরোয়া গতিতে সরু কাঁচা সড়কগুলোতে অন্যান্য যানবাহন ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। গত দুই দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে এসব সড়কে কাদা জমে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপজেলার প্রায় সবগুলো ইউনিয়নকে সংযোগ করা শাহ ফখরুদ্দিন সড়কের অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এসব ট্রাক্টর মূলত মাটি পরিবহন করে। শুষ্ক মৌসুমে ফসলি জমি থেকে এসব মাটি কাটা হয়। এই মাটি ইটভাটা, নতুন বাড়ির জন্য ভিটি তৈরিতে বেশি ব্যবহৃত হয়। ট্রাক্টরের মাটি না ঢেকে পরিবহন করা হয়। এতে বাতাসে ধূলো ছড়ায়। মাটি পড়ে সড়কে কাদার সৃষ্টি করে। পাকা সড়কের বিটুমিন ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের কার্পেটিং ওঠে যায়।

মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘ইউনিয়নে ইটভাটার আধিক্য থাকায় শাহ ফখরুদ্দিন সড়ক ব্যবহার করে ব্যাপক হারে মাটি পরিবহন করা হচ্ছে। সড়কের পাশের ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করা হয়। এতে সড়কের পাড় ধসে যাচ্ছে।’

উপজেলা এলজিইডি প্রকৌশলী নুরুজ্জামান বলেন, ‘অবৈধ ট্রাক্টর পুরোপুরি বন্ধের বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা হয়েছে। শিগগিরই উপজেলা পর্যায়ে আরও একটি সভা হবে। প্রথমে সচেতনতামূলক প্রচার হবে। এতে দৌরাত্ম বন্ধ না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক বলেন, ‘মাটি পরিবহনের অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিন আগে ঘোলপাশায় কয়েকটি ট্রাক্টর জব্দ এবং জরিমানা আদায় করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত