Ajker Patrika

টিকা নিতে জনপ্রতি খরচ ৫০০

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৯
টিকা নিতে জনপ্রতি খরচ ৫০০

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চল থেকে উপজেলা সদরে টিকা দিতে এসে শিক্ষার্থীদের জনপ্রতি যাতায়াত খরচ হয়েছে ৫০০ টাকা। এতে বিপাকে পড়েছেন অভিভাবকেরা। তাঁরা বলছেন, একদিকে নিত্যপণ্যের দাম বেড়েছে, অন্যদিকে ছেলেমেয়েদের টিকা দেওয়ার জন্য বাড়তি খরচ দিতে হয়েছে।

যমুনা নদীর নাব্যতা-সংকটে এ বছর উপজেলায় চরাভূমির সৃষ্টি হয়েছে। ফলে উপজেলা সদরে যেতে মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, নৌকা, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানে যাতায়াত করতে হয়।

জনপ্রতি চরে একজন শিক্ষার্থীর মোটরসাইকেল যাতায়াত ভাড়া ৩০০ টাকা, নৌকার যাতায়াত ভাড়া ১০০ টাকা, দেবডাঙ্গা নৌঘাট থেকে উপজেলা সদরে ব্যাটারিচালিত অটোরিকশার যাতায়াত ভাড়া ৩০ টাকা।

ফলে বিবিধ, দুপুরবেলার খাবারসহ প্রত্যেক শিক্ষার্থীর মোট খরচ ৫০০ টাকার বেশি।

উপজেলার কাজলা ইউনিয়নের জামথল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ইতি আক্তার। তার সঙ্গে কথা হলে সে বলে, নৌঘাট পর্যন্ত মোটরসাইকেলে এসেছে। নৌকা থেকে এপারে নেমে আবার অটোরিকশায় চরে উপজেলায় টিকা দিয়েছে। আসার সময় ৬০০ টাকা সঙ্গে নিয়ে এসেছিল। প্রায় সব টাকাই তার খরচ হয়েছে বলে সে জানায়।

উপজেলার বোহাইল ইউনিয়নের নান্দিনারচর গ্রামের শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম মান্নান বলেন, ‘বাজারের সব জিনিসের দাম এত বেশি যে সংসার চালানোই কঠিন। তার ওপরে আবার মেয়ের টিকা দিতে অনেক টাকা খরচ হলো।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রোববার পর্যন্ত ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার টিকা দেওয়া হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানের টিকা দেওয়া সমাপ্ত করার কথা।

এগুলোর মধ্যে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান চরাঞ্চলে অবস্থিত। এগুলো হলো উত্তর টেংরাকুড়া উচ্চবিদ্যালয়, জামথল উচ্চবিদ্যালয়, চালুয়াবাড়ী উচ্চবিদ্যালয়, বোহাইল উচ্চবিদ্যালয়, শোনপচা উচ্চবিদ্যালয়, আওচারপাড়া উচ্চবিদ্যালয় এবং নান্দিনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫৩৯ জন। এসব শিক্ষার্থীর প্রায় সবাই ৪৫০ থেকে ৫৫০ টাকা খরচ করে উপজেলা সদরে টিকা নিতে এসেছিল।

উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট প্রদ্যুৎ কুমার চাকি জানান, উপজেলায় মোট জনসংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৫৭০ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৫০ হাজার ২৪৪ জন প্রথম ডোজ, ১ লাখ ১৩ হাজার ৩৫৬ জন দ্বিতীয় ডোজ এবং ২ হাজার ২১১ জন বুস্টার ডোজ টিকা গ্রহণ করেছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, চরাঞ্চলে গণটিকার কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের শুধু উপজেলায় টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে টিকা গ্রহণ করেছে। ভিড় এড়াতে উপজেলা হলরুমে মেয়েদের এবং সারিয়াকান্দি ডিগ্রি কলেজে ছেলেদের ভিন্ন টিকাকেন্দ্র চালু রয়েছে। এ পর্যন্ত টিকা নিতে কোনো সমস্যা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত