Ajker Patrika

নেপিয়ার ঘাস চাষে আগ্রহী শিবগঞ্জের কৃষকেরা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
নেপিয়ার ঘাস চাষে আগ্রহী শিবগঞ্জের কৃষকেরা

বগুড়ার শিবগঞ্জে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে নেপিয়ার ঘাস। এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক ও খামারিরা। কৃষকেরা বলছেন, খড়ের দামের তুলনায় দাম কম ও পুষ্টিমান ভালো হওয়ায় খামারিরা গবাদিপশুর খাদ্য হিসেবে নেপিয়ার ঘাস ব্যবহার করছেন। এ ঘাস চাষাবাদে তেমন পরিশ্রম করতে হয় না। উৎপাদন খরচ কম হওয়ায় অল্প পুঁজি বিনিয়োগ করে লাভবান হওয়া যায়।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, শিবগঞ্জে বর্তমানে প্রায় ১০০ হেক্টর জমিতে নেপিয়ার ঘাস চাষ হচ্ছে। গত বছর হয়েছিল ৭০ হেক্টরে। এ ঘাস ৪ ফুট থেকে সাড়ে ৬ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য মতে, উপজেলায় প্রায় ২৫০ জন খামারি গোখাদ্য হিসেবে নেপিয়ার ঘাস ব্যবহার করছেন।

কৃষি কর্মকর্তারা বলছেন, নেপিয়ার ঘাস বহুবর্ষজীবী উদ্ভিদ। এ ঘাস একবার চাষ করার পর কয়েক বছর ধরে ফলন পাওয়া যায়। এ ঘাস সব ধরনের মাটিতেই জন্মে। তবে বেলে দোআঁশ মাটিতে এর ফলন সবচেয়ে বেশি।

উপজেলার মোকামতলা এলাকার নেপিয়ার ঘাস চাষি সেকেন্দার আলী জানান, তিনি ৩৩ শতক জমিতে নেপিয়ার ঘাস লাগিয়েছেন। এর আগের বছর এই জমি থেকে প্রায় ৩০ হাজার টাকা লাভ করেছেন। এবারও ভালো ফলনের বিষয়ে আশাবাদী তিনি।

উপজেলার রহবল এলাকার কৃষক ফারুক হোসেন বলেন, নেপিয়ার ঘাস লাগানোর ৩ মাস পর কাটার উপযোগী হয়। প্রতি তিন সপ্তাহ পর পর ঘাস কাটা যায়। প্রথম বছর ফলন কিছুটা কম হয় কিন্তু পরবর্তী ২-৩ বছরে ফলন বেড়ে যায়। বছরে সাধারণত ৮-১০ বার ঘাস কাটা যায়। গড়ে প্রতি বিঘায় বছরে ১০ মেট্রিক টন কাঁচা ঘাস পাওয়া সম্ভব।

খামারি জাফর জানান, তাঁর খামারে ২০টি গরু আছে। অন্যান্য খাবারের পাশাপাশি গরুকে দিনে অনেক বেশি নেপিয়ার ঘাস খাওয়াতে হয়। নিজের এক বিঘা জমিতে নেপিয়ার ঘাস লাগিয়েছেন বলে জানান তিনি।

আলাদীপুর এলাকার খামারি জাহাঙ্গীর বলেন, গবাদিপশুর জন্য নেপিয়ার ঘাস খুবই পুষ্টিকর খাবার। এ ঘাস খাওয়ালে অল্প দিনের মধ্যে গরু মোটাতাজা হয় এবং অধিক দুধ পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন, উপজেলায় নেপিয়ার ঘাস চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত