Ajker Patrika

নাটোরে চেয়ারম্যান ও দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ৪২
নাটোরে চেয়ারম্যান ও দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নাটোর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মীর নাফিউ রহমান অন্তর ও ৪ নম্বর ওয়ার্ডের আশরাফ খান আকিব চৌধুরী। এ ছাড়া মোটরসাইকেল শোভাযাত্রা করায় নলডাঙ্গার পিপরুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কলিম উদ্দীনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদি সেতু।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, নাটোর পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদি সেতুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের হাফ রাস্তা এলাকার সেবা কমিউনিটি সেন্টারে ভোটারদের জমায়েত করে খাদ্য পরিবেশন করার দায়ে কাউন্সিলর প্রার্থী মীর নাফিউ ইসলাম অন্তরকে (বোতল মার্কা) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আলোকসজ্জা করার দায়ে শহরের কানাইখালি এলাকায় কাউন্সিলর প্রার্থী আশরাফ খান আকিব চৌধুরীকে (উট পাখি) এক হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, নলডাঙ্গা উপজেলার মাধনগর ও পিপরুল ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে মোটর শোভাযাত্রা করার অভিযোগে পিপরুল ইউনিয়নে নৌকার প্রার্থী কলিম উদ্দিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত