Ajker Patrika

রাবির সঙ্গে গবেষণায় আগ্রহী বিভাগীয় পুলিশ

রাবি প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ১৬: ২৬
রাবির সঙ্গে গবেষণায় আগ্রহী বিভাগীয় পুলিশ

বাংলাদেশে আত্মহত্যার কারণ নির্ণয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণায় আগ্রহ প্রকাশ করেছে বিভাগীয় পুলিশ। এ লক্ষ্যে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক জয়দেব ভদ্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় করেছে। উপাচার্যের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।

সাক্ষাৎকালে জয়দেব ভদ্র বলেন, রাজশাহী বিভাগে আত্মহত্যার হার গড় জাতীয় হারের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি, যা অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ আত্মহত্যাজনিত মামলাগুলো তদন্ত করে বলে আত্মহত্যার প্রকৃতি ও কারণ সম্পর্কে অবহিত থাকে। পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতিসহ সামগ্রিকভাবে আত্মহত্যার কারণ নির্ণয়ে গভীর গবেষণা প্রয়োজন বলে তিনি মত দেন। সে লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উপযুক্ত প্রতিষ্ঠান।

এ সময় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এ ধরনের গবেষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...