Ajker Patrika

ধুনটে জামানত হারিয়েছেন ১৪ চেয়ারম্যান প্রার্থী

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ২৬
ধুনটে জামানত হারিয়েছেন ১৪ চেয়ারম্যান প্রার্থী

তৃতীয় ধাপে গত রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় ১৪ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নিমগাছী ইউপিতে শাহাদৎ হোসেন (আনারাস) ও জহুরুল ইসলাম (মোটরসাইকেল), চিকাশি ইউপিতে আব্দুর রাজ্জাক (জোড়া পাতা) ও মাহবুবুর রহমান মাসুদ (টেবিল ফ্যান), চৌকিবাড়ি ইউপিতে মজনু শেখ (হাতপাখা), ধুনট ইউপিতে শাহীনুর ইসলাম টগর (ঘোড়া), এলাঙ্গী ইউপিতে মাসুদ রানা (চশমা) ও আসাদুল শেখ (হাতপাখা), গোসাইবাড়ি ইউপিতে জিয়াউল আলম (অটোরিকশা), গোপালনগর ইউপিতে ওমর আলী (গোলাপ ফুল) এবং মথুরাপুর ইউপিতে এমএ রাজ্জাক (গোলাপ ফুল), খাদেমুল ইসলাম (লাঙল), মাহফুজার রহমান (মোটরসাইকেল) ও মোহাম্মদ আলী (ঘোড়া)।

নির্বাচনী বিধান অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ শতাংশের কম পাওয়ায় তাঁদের এসব প্রার্থী তাঁদের জামানত হারান। ধুনট উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত