Ajker Patrika

ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পিবিআই

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫: ১৫
ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পিবিআই

পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষক বারেক গাজী হত্যা মামলার ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রিপোর্ট হাতে পেলেই আদালতে দাখিল করবেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

জানা গেছে, ২০২১ সালের ২৯ আগস্ট প্রতিপক্ষের বাড়িতে মারধরে নিহত হওয়ার অভিযোগে বারেক গাজীর (৬২) ভাই বাদী হয়ে ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিরোজপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

১৬ সেপ্টেম্বর সরেজমিনে তদন্ত করেন পিবিআই কর্মকর্তা আহসান কবির। এরপর ময়নাতদন্তের জন্য কবর থেকে বারেক গাজীর মরদেহ উত্তোলনের জন্য তিনি আদালতে আবেদন করেন। আদালতের অনুমতি পেয়ে ২৭ অক্টোবর মরদেহ উত্তোলন করে পিরোজপুর মর্গে পাঠানো হয়। সেখান থেকে ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান পিবিআইয়ের ইন্সপেক্টর আহসান কবির।

পিবিআই ইন্সপেক্টর আহসান কবির বলেন, ফরেনসিক রিপোর্ট পেলেই প্রতিবেদন আদালতে পাঠানো হবে। তবে সপ্তাহ খানেকের মধ্যেই ফরেনসিক রিপোর্ট আসতে পারে বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত