Ajker Patrika

ইপু উদ্ধার হয়নি প্রধান আসামি গ্রেপ্তার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৩: ৫১
ইপু উদ্ধার হয়নি প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনার মদনে অপহরণের ৯দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্র তারিকুজ্জামান ইপু। তবে এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গোলাপ মিয়াকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। গত সোমবার কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি গোলাপ মিয়ার দেওয়া তথ্যমতে কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

তারিকুজ্জামান ইপু উপজেলার মদন সদর ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মিজানুর রহমানের (মুজিবুর মেম্বার) ছেলে ও মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গ্রেপ্তারকৃত আসামি গোলাপ মিয়া উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত মৌলা মিয়ার ছেলে।

জানা গেছে, মুজিবুর মেম্বারের ছেলে তারিকুজ্জামান ইপু প্রাইভেট পড়তে মদন পৌর সদরে গেলে সেখান থেকে অপহরণের শিকার হয়। এ ঘটনার পর থেকে গোলাপের ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে ওই ছাত্রের বাবা গত ১৩ অক্টোবর গোলাপ মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মদন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ১৯ অক্টোবর রাতে মদন থানার পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাপের দেওয়া তথ্যমতে সিলেটের বিভিন্ন স্থানে ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় স্কুলছাত্রের বাবার মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রধান আসামি গোলাপ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত