Ajker Patrika

ছেলের সুচিকিৎসার জন্য বাবার আকুতি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ৩১
ছেলের সুচিকিৎসার জন্য বাবার আকুতি

শমসের আলীর বয়স ৮০। বয়সের ভারে নুয়ে পড়েছেন। অনেক আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তাঁর স্ত্রী। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে তিনি মারা যান। ছেলে সদর আলী (৪৫) মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী।

তাঁদের থাকার কোনো নিজস্ব জায়গাও নেই। জায়গা জমি না থাকায় নিজ জন্মস্থান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকায় অন্যের দেওয়া পরিত্যক্ত একটি ঘরে বাস করছেন এই বৃদ্ধ বাবা ও ছেলে। সেখানে নেই পানি ও টয়লেটের ব্যবস্থা। প্রতিবেশীরা মাঝে মাঝে খাবার দেন। বেশি সময় না খেয়ে থাকতে হয় তাঁদের। খেয়ে না খেয়েই জীবন পার করছেন বাবা-ছেলে। এভাবেই বাবা-ছেলের কেটে যাচ্ছে বছরের পর বছর।

এদিকে সদর আলীর উন্নত চিকিৎসা হলে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরবে বলে মনে করেন এলাকাবাসী।

এ বিষয়ে বৃদ্ধ বাবা শমসের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মারা গেলে ছেলেকে দেখার কেউ থাকবে না। তাই ছেলের সুচিকিৎসার ব্যবস্থা করলে হয়তো ছেলেটি ভালো হবে। ছেলেকে সুস্থ দেখে নিশ্চিন্তে মরতে যেতে চান শমসের আলী। সরকার ও সমাজের বিত্তবানদের তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী। তিনি শমসের আলী ও সদর আলীকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত