Ajker Patrika

মুক্তিপণে অপহৃত মাদ্রাসাছাত্রের মুক্তি

হোমনা প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১: ৫৯
মুক্তিপণে অপহৃত  মাদ্রাসাছাত্রের মুক্তি

হোমনায় অপহৃত মাদ্রাসাছাত্র মোহাম্মদ শিহাব উদ্দিন ৫০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে। গত রোববার রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে অপহরণকারীরা তাঁকে রেখে যান। সেখান থেকে হবিগঞ্জ থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হোমনা থানায় হস্তান্তর করে। পরে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শিহাব উদ্দিনের বাবা উপজেলার ঘাড়মোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার ছেলে বুড়িচং উপজেলার কংশনগরে মনোহরপুর মাদ্রাসায় পড়াশোনা করেন। গত শনিবার সকাল ৯টার দিকে ঘাড়মোড়া গ্রামের বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘাড়মোড়া বাজারে একটি অটোরিকশায় উঠিয়ে দিই। দুপুরের মধ্যেই সে মাদ্রাসায় পৌঁছানোর কথা থাকলেও সন্ধ্যায়ও মাদ্রাসায় পৌঁছায়নি খবর পাই। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিতে থাকি। কোথাও সন্ধান না পেয়ে পরে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর গতকাল আমার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল করে শিহাব উদ্দিনকে ফিরে পেতে হলে ১ লাখ ২০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিতে বলেন। পরে বিকাশে ৫০ হাজার টাকা পাঠালে তাঁরা শিহাবকে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে ফেলে চলে যান।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, ‘শিহাব উদ্দিনকে তাঁর পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত