Ajker Patrika

চুরির অভিযোগে পিলারে বেঁধে কিশোরকে নির্যাতন

দিনাজপুর প্রতিনিধি
চুরির অভিযোগে পিলারে বেঁধে কিশোরকে নির্যাতন

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরির অভিযোগে বিজয় (১৭) নামের এক কিশোরকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। তাকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ডুগডুগিহাট বাজারে বিজয়কে নির্যাতন করা হয়। সে বাজারে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে। 
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিজয়ের দুই হাত পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দুজন ব্যক্তি তাকে লাঠি দিয়ে মারধর করছের।

নির্যাতনের ঘটনায় গতকাল বুধবার দুপুরে বাজারের দুজন নিরাপত্তা প্রহরীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন আব্দুল আলম (৬২) ও আলম হোসেন (৬৫)। 
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডুগডুগিহাট বাজারের হাবিবুর রহমানের মুদিখানার দোকানের শাটার ভেঙে একজন ভেতরে প্রবেশ করেন। দোকানের শাটারের কিছু অংশ ফাঁকা হয়ে থাকায় বাজারের নিরাপত্তা প্রহরীদের সন্দেহ হয়। পরে প্রহরীরা দোকান মালিককে খবর দেন।

মালিক এসে শাটার খুলে দেখেন এক কিশোর দোকানের ভেতরে বাঁশের ওপর বসে আছে। দোকানের টাকা রাখার ড্রয়ারে কোনো টাকা নেই। পরে ওই কিশোরকে বারান্দার পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘চুরির অপরাধে ওই কিশোরকে ধরার পর তাকে পুলিশে সোপর্দ করার কথা। তবে তাঁরা পুলিশকে না জানিয়ে নিজেরাই ওই কিশোরকে নির্যাতন করেন। যা সম্পূর্ণ আইন পরিপন্থী। এই ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত