Ajker Patrika

করোনার টিকা পাবে ৪৮ হাজার শিক্ষার্থী

উল্লাপাড়া ও চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ২২
করোনার টিকা পাবে   ৪৮ হাজার শিক্ষার্থী

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও চৌহালীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। উল্লাপাড়ার ৪২ হাজার ও চৌহালীর ৬ হাজার শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হবে। জানা যায়, ১৫ জানুয়ারির মধ্যে এই ৪৮ হাজার শিক্ষার্থীর টিকা দেওয়া শেষ হবে।

উল্লাপাড়া: উপজেলায় ১২-১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের গতকাল টিকা দেওয়া শুরু হয়। উপজেলার এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি আকবর আলী কলেজে দুটি প্রতিষ্ঠানের ৮টি বুথে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত টিকাদান চলে। উপজেলার মোট ৬ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়।

এ উপজেলায় ৪২ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কে এম আহসানুল হক।

চৌহালী: সিরাজগঞ্জের চৌহালীতে মাধ্যমিক স্কুল, মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ আরিফ সরকার, খাষকাউলিয়া সিদ্দিকী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বাদশা মিয়া, সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা মো. আশরাফ আলী, চিকিৎসা কর্মকর্তা আবু জাফর, ফয়সাল, আতিকুর রহমান, আমির হোসেন, সরকার রফিকুল ইসলাম, ফজলুল হক, নার্স শাহনাজ পারভিন প্রমুখ।

সুম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী মোছা নাজনীন আক্তার বলে, ‘টিকা নিতে পেরে আমাদের বেশ ভালো লাগছে। তেমন কোনো ভয় কাজ করছে না মনে। আমরা যারা আজকে এসেছি টিকা নিতে, সবাই নিজ আগ্রহেই এসেছি।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে গতকাল থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত টিকা দান কার্যক্রম চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত