Ajker Patrika

বিকল্প মটকি সেতুতে যান চলাচলে স্বস্তি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪: ৪৭
বিকল্প মটকি সেতুতে যান চলাচলে স্বস্তি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ময়মনসিংহের বহুল প্রতীক্ষিত মটকি ভাঙা সেতু ইতিমধ্যে চালু করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর ওপর দিয়ে শুরু হয়েছে যানবাহন চলাচল। ঈদে ময়মনসিংহে যানজট সামলাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি আগের তুলনায় অনেক কম সময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করছেন তাঁরা।

মহানগরীর শম্ভুগঞ্জের মটকি ভাঙা সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচলের কারণে সারা বছরই যানজট লেগে থাকত। ঈদের আগে ও পরে এই যানজট আরও অসহনীয় পর্যায়ে চলে যেত। এসব কারণে সেতুটি যানবাহনের চালক ও যাত্রীদের গলার কাঁটা হিসেবে দেখা দিয়েছিল। যাত্রীসাধারণের কষ্ট লাঘবের জন্য সেতুটির পাশেই একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই সেতুর কাজ সম্পন্ন হয়ে যানবাহন চলাচল শুরু করেছে। এর ফলে চালক ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

এক বছর আগে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৭৬ মিটার এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি টাকা ব্যয়ে সেতুটির কাজ সম্পন্ন করে মেসার্স মুজাহের এন্টারপ্রাইজ। ঈদের পরেই পাশের শত বছরের পুরোনো সেতুটির সংস্কার শুরু হবে। এর জন্য সড়ক ও জনপথ বিভাগের বরাদ্দ রয়েছে ৩ কোটি টাকা।

কিশোরগঞ্জগামী এমকে সুপারের চালক হামিদুর রহমান বলেন, নতুন সেতুটির কারণে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি। পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ থাকার কারণে যানজট লেগেই থাকত। ২ মিনিটের রাস্তা অনেক সময় ১ ঘণ্টাও লাগত।

নেত্রকোনাগামী সাইদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমরা সাধারণ মানুষ একটু নির্বিঘ্নে চলাচল করতে পারলেই খুশি। ঈদ ছাড়াও এমন কোনো দিন নেই যে, মটকি ভাঙা সেতুর জন্য যানজট পোহাতে হয়নি। নতুন সেতুটি হওয়াতে এই অঞ্চলের মানুষের জন্য নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, এই অঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত সেতুটি দিয়ে ইতিমধ্যে যান চলাচল শুরু হয়েছে। যথাসময়ে সেতুটির কাজ সম্পন্ন হওয়ায় ঈদের আগে ও পরে এর সুফল পাবে মানুষ।

তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে দুর্ভোগ অনেকটাই কমে আসবে। ঈদের পরে পুরোনো সেতুটির সংস্কার কাজ হলে পাটগুদাম সেতু থেকে শম্ভুগঞ্জ বাজার পর্যন্ত যে যানজট দেখা যেত, সেটি আর হবে না।

ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) জহিরুল ইসলাম বলেন, মটকি ভাঙা সেতু চালু হওয়ার ফলে অন্যান্য বছরের মতো এ বছর আর মানুষকে যানজটের ভোগান্তির মধ্যে তেমন একটা পড়তে হবে না। সেতুটি থেকে টোল বক্স পর্যন্ত প্লাস্টিকের ডিভাইডার দিয়ে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জের গাড়িগুলো নতুন নির্মিত সেতুর ওপর দিয়ে যাবে। আসার পথে সেই গাড়িগুলো পুরোনো সেতু দিয়ে আসবে। এর ফলে আশা করা যাচ্ছে যানজট খুব একটা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত