Ajker Patrika

তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিবস উদ্‌যাপন

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিবস উদ্‌যাপন

‘উন্নয়নের মূল স্রোতধারায়, হিজড়া সমাজ যেন দাঁড়ায়’ এই স্লোগানে তৃতীয় লিঙ্গের (হিজড়া) স্বীকৃতি দিবস উপলক্ষে জামালপুরে এক শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

গতকাল জামালপুর শহরের বকুলতলা থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ মির্জা আজম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীকে স্বীকৃত দেওয়া হয় ২০১৩ সালের ১৩ নভেম্বর।

সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা ও উন্নয়ন সংঘ যৌথভাবে শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, জিএস এম মিজানুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরীসহ তৃতীয় লিঙ্গের সদস্য এবং উন্নয়ন সংঘের কর্মীরা।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। সভাপতিত্ব করেন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী। বক্তব্য রাখেন-উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি দেলু পারভীন, লাকী, তমা, ফুল শিমুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত