Ajker Patrika

শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৯
শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন কুমিল্লা জেলা শাখা। পরে দাবি আদায়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন কুমিল্লার সভাপতি ও আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও অজিতগুহ কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, বিমানবন্দর মুন্সী ফারুক আহম্মেদ কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, দীঘিরপাড় টিআই ডিগ্রি কলেজের অধ্যাপক মো. ইউসুফ আলী, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জীবন প্রমুখ।

দাবিগুলো হলো, মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি সব শর্তপূরণ করে এমপিওভুক্তির ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা দপ্তরে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রত্যাহার, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থীদের প্রণোদনা প্রদান, শূন্য পদের বিপরীতে নিবন্ধন করা শিক্ষকদের বদলির ব্যবস্থা, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে অর্থ বরাদ্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, তাঁদের দাবি যৌক্তিক। সরকারের উচিত দ্রুত এসব দাবি মেনে নিয়ে শিক্ষাব্যবস্থাকে গতিশীল করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত